Ishan Kishan: ‘RP17’ ব্যাট হাতে দুরন্ত হাফসেঞ্চুরি, ঋষভকে কেন ধন্যবাদ জানালেন ঈশান?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 24, 2023 | 1:08 PM

IND vs WI, 2nd Test: ত্রিনিদাদ টেস্ট জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ৩৬৫ রানের টার্গেট দিয়েছে রোহিত শর্মার ভারত। চতুর্থ দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৭৬ রান তুলেছে ক্যারিবিয়ানরা। শেষ দিনে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে তুলতে হবে ২৮৯ রান।

Ishan Kishan: RP17 ব্যাট হাতে দুরন্ত হাফসেঞ্চুরি, ঋষভকে কেন ধন্যবাদ জানালেন ঈশান?
Ishan Kishan: 'RP17' ব্যাট হাতে দুরন্ত হাফসেঞ্চুরি, ঋষভকে কেন ধন্যবাদ জানালেন ঈশান?
Image Credit source: Twitter

Follow Us

ত্রিনিদাদ: ক্যারিবিয়ান সফরে আসার আগে এক বিশেষ ব্যাক্তির টিপস নিয়ে এসেছেন ঈশান কিষাণ (Ishan Kishan)। অনূর্ধ্ব-১৯ টিমে খেলার সময় থেকে তাঁরা একে অপরের পরিচিত। কথা হচ্ছে ঋষভ পন্থকে নিয়ে। তিনি এখন এনসিএতে রিহ্যাব করছেন। ওয়েস্ট ইন্ডিজে (West Indies) আসার আগে সেখানেই তাঁর সঙ্গে কথা হয়েছিল ঈশান কিষাণের। ডমিনিকায় টেস্ট ডেবিউ হয়েছে ঈশানের। সেই ম্যাচে রান পাননি। মাত্র ১ রান করেছিলেন। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ২৫ রান করেছিলেন। আর দ্বিতীয় ইনিংসে ৩৪ বলে ৫২ রানে নট আউট থাকেন ঈশান। দুরন্ত হাফসেঞ্চুরির সময় ঈশানের ব্যাটে দেখা গিয়েছিল ‘RP17’। আর দিনের শেষে ঋষভকে ধন্যবাদ জানান ঈশান। কিন্তু কেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ঋষভ পন্থ যদি সুস্থ থাকতেন, তা হলে হয়তো ঈশানের এই ক্যারিবিয়ান সফরে আসাই হত না। কারণ, টিম ইন্ডিয়ার অটোমেটিক চয়েস পন্থ। সে কারণেই হয়তো টেস্টে প্রথম হাফসেঞ্চুরি হাঁকানোর পর বন্ধু পন্থকে ধন্যবাদ জানাতে ভুললেন না ঈশান। চতুর্থ দিন ঋষভ পন্থের মতো এক হাতে একটি শট খেলতে দেখা যায় ঈশান কিষাণকে। দিনের শেষে ঈশানকে প্রশ্ন করা হয় ক্যারিবিয়ান সফরে আসার আগে তাঁর সঙ্গে পন্থের কথা হয়েছিল কিনা। উত্তরে ঈশান বলেন, ‘এখানে আসার আগে এনসিএ-তে ঋষভের সঙ্গে কথা হয়েছিল। আমরা অনূর্ধ্ব ১৯ থেকে এক সঙ্গে খেলছি। ও আমাকে ব্যাটের পজিশন নিয়ে পরামর্শ দিয়েছিল। কীভাবে ব্যাট করব সেটাও দেখিয়ে দিয়েছিল ও। এর জন্য ওকে ধন্যবাদ।’

ফেরা যাক অতীতে, যখন ঋষভ-ঈশান অনূর্ধ্ব-১৯ দলের সদস্য —

২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশে হয়েছিল। তার আগে কলকাতাতে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল ভারত, বাংলাদেশ ও আফগানিস্তান। সেই সময় অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। সেই ত্রিদেশীয় সিরিজে ঋষভ পন্থ ভারতের ক্যাপ্টেন ছিল। সেই সময় সকলে ভেবেছিল অনূর্ধ্ব বিশ্বকাপে ক্যাপ্টেন করা হবে ঋষভকে। কিন্তু তাঁর জায়গায় টিম ম্যানেজমেন্ট ও রাহুল দ্রাবিড় সে বারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের ক্যাপ্টেন করে ঈশান কিষাণকে। সে বার ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের রানার্স হয়েছিল ভারত। সেই সময় থেকে ঋষভ পন্থের সঙ্গে পরিচয় ঈশানের। সেই সময় থেকেই ঈশান ও পন্থ একে অপরের ভালো বন্ধুও। তাই টেস্টে প্রথম হাফসেঞ্চুরি করে বন্ধুকে ধন্যবাদ জানিয়েছেন ঈশান।

 

Next Article