Ishan Kishan: ‘সাধারণ’ থেকে দেশের ভরসা; আরও এক কিপারের উত্থানের কাহিনি

Rise of Ishan Kishan: এক রাজ্য, কিপার-ব্যাটার, ধোনির সঙ্গে মিল খুঁজে পাওয়া স্বাভাবিক। তবে ধোনি হওয়া সম্ভব নয়। প্রত্যেকে প্রত্যেকের মতো। ঈশান সম্পর্কে অনেক কিছু জানালেন দেশের প্রাক্তন কিপার-ব্যাটার কিরণ মোরে।

Ishan Kishan: ‘সাধারণ’ থেকে দেশের ভরসা; আরও এক কিপারের উত্থানের কাহিনি
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2023 | 7:45 AM

কলকাতা: মহেন্দ্র সিং ধোনির বায়োপিক দেখেছেন? তাহলে তো সবটাই জানা! ঘরোয়া ক্রিকেট, টিকিট কালেক্টরের চাকরি। প্রায় হাল ছেড়ে দেওয়া পরিস্থিতি। টেনিস বল ক্রিকেট। চোখের সামনে সেই মুহূর্তগুলো ভাসছে নিশ্চয়ই। সেই ঝাড়খণ্ডের আর এক ক্রিকেটার ঈশান কিষাণ। ধোনিকে জাতীয় দলে নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন কিরণ মোরে। ঈশান কিষাণের উত্থানেরও অনেকটা সাক্ষী। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর সঙ্গে কাজ করেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সেও দেশের প্রাক্তন কিপার কিরণ মোরের সান্নিধ্য পেয়েছেন ঈশান। এই তরুণ কিপারকে নিয়ে উঠে এল নানা তথ্য। কিরণের মুখেও, ঈশানের বন্ধুর থেকেও। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

মিডল অর্ডারে ভারতীয় দল এক বাঁ হাতি ব্যাটার খুঁজছিল দীর্ঘ সময়। ঋষভ পন্থ সেই অভাব ঢেকে দিয়েছিলেন। গত বছর ঋষভ পন্থের গুরুতর গাড়ি দুর্ঘটনা এবং চোট। ফের ভারতীয় টিম ম্যানেজমেন্টকে চিন্তায় ফেলেছিল। ঋষভ ক্রমশ সেরে উঠছেন। মাঝের এই সময়ে নানা পরীক্ষা হয়েছে। এখনও হয়তো হবে। সীমিত সুযোগে মিডল অর্ডার ব্যাটিংয়ে ভরসা দিয়েছেন ‘মজবুত’ উইকেট কিপার ঈশান কিষাণ।

ওয়ান ডে ফরম্যাটে টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ লোকেশ রাহুল। স্পেশালিস্ট কিপার নন। ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংটা পারেন। তাঁরও চোট থাকায় গত কয়েক মাসে সীমিত সুযোগ পেয়েছেন ঈশান। ওয়ান ডে ফরম্যাটে গত চার ম্যাচেই হাফসেঞ্চুরি। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে দলের বিপদে অনবদ্য একটা ইনিংস। এখনও অবধি টিমের সেকেন্ড চয়েস কিপার-ব্যাটার ঈশান। লোকেশ রাহুল কলম্বোয় দলের সঙ্গে যোগ দিয়েছেন। এরপর ঈশানের ভবিষ্যৎ কী, অজানা। এখনও অবধি তাঁর সফর অবশ্যই প্রেরণা জোগানোর মতোই।

ঝাড়খণ্ডের পেসার মনু কুমার। রাজ্য দলের সতীর্থ, ঈশানের খুব কাছের বন্ধুও। ঝাড়খণ্ড পেসারের কথায়, ‘ছোট থেকেই ঈশান একজন ফাইটার। ক্রিকেটকেই কেরিয়ার করবে, পরিষ্কার করে নিয়েছিল। ওর প্র্যাক্টিস গ্রাউন্ড মাহি ভাইয়ের বাড়ির কাছেই। ও সব সময় মাহি ভাইয়ের মতোই হতে চাইত। সুযোগ পেলেই মাহি ভাইয়ের ভিডিয়ো দেখত।’

ISHAN KISHAN RISE

এক রাজ্য, কিপার-ব্যাটার, ধোনির সঙ্গে মিল খুঁজে পাওয়া স্বাভাবিক। তবে ধোনি হওয়া সম্ভব নয়। প্রত্যেকে প্রত্যেকের মতো। ঈশান সম্পর্কে অনেক কিছু জানালেন দেশের প্রাক্তন কিপার-ব্যাটার কিরণ মোরে। সংবাদ সংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে কিরণ মোরে বলেন, ‘ও যা করে সবটাই সহজাত। সে সময় আমি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কিপারদের শিবিরে। ওই ব্যাচে সঞ্জু, ঈশানরাও ছিল। ওই বয়সেই ঈশানের সফ্ট হ্যান্ড, ওর নমনীয়তা দুর্দান্ত।’ কিরণ মোরে ঈশানের খেলার ধরনের সঙ্গে কোনও পরীক্ষায় যাননি কিরণ। তাঁকে তাঁর মতোই থাকতে দিয়েছেন। কিরণ মোরের কথায়, ‘কিপিংয়ের সময় ওঠা-বসা এবং হেড পজিশন ছাড়া আর বিশেষ কিছু পরিবর্তনের পরামর্শ দিইনি। টেকনিকের দিক থেকেও সামান্য কিছুই বোঝাতে হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সেও কাজ করার সময় একই বিষয়ে মনযোগ দিয়েছি।’

দেশের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলেছেন ঈশান কিষাণ। সিনিয়র দলে সুযোগ পাওয়াটা সহজ ছিল না। অনূর্ধ্ব ১৯ দলে তাঁর সতীর্থ ঋষভ পন্থ ভরসা দিচ্ছিলেন। ঈশাণের উন্নতিতে উচ্ছ্বসিত কিরণ মোরে। বলছেন, ‘আমি নিশ্চিত, ও গুরুত্বপূর্ণ ইমপ্যাক্ট ফেলবে। ঈশান লম্বা রেসের ঘোড়া। এমন ধরনের প্লেয়ার সহজে আসে না। বাঁ হাতি হওয়ায় ভারতের ব্যাটিং লাইন আপে বৈচিত্র্যও আসবে। ডান-বাঁ হাতি কম্বিনেশন টিম ম্যানেজমেন্টের কাছে স্বপ্নের মতো।’