David Warner : ‘ঝুকেগা নেহি’ সেলিব্রেশন কি কাব্যার জন্য? ট্রেন্ডিং ওয়ার্নার…

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Apr 25, 2023 | 3:07 AM

SRH vs DC, Kavya Maran: সানরাইজার্সের ঘরের মাঠে জিতে বাড়তি উচ্ছ্বাস দেখা যায় ওয়ার্নারের। ডাগ আউটের সামনে বিশাল লাফ, পুষ্পা সেলিব্রেশন। শুধুই কি জয়ের সেলিব্রেশন নাকি কাব্যা মারানকে জবাব? সোশ্যাল মিডিয়ায় এমন প্রশ্নই ঘোরাফেরা করছে। ওয়ার্নারও ম্যাচ শেষে জানিয়েছেন, হায়দরাবাদের বিরুদ্ধে এ মরসুমে আরও একটা ম্যাচ বাকি রয়েছে। জানালেন, নাকি সতর্কবার্তা দিয়ে রাখলেন!

David Warner : ঝুকেগা নেহি সেলিব্রেশন কি কাব্যার জন্য? ট্রেন্ডিং ওয়ার্নার...
Image Credit source: twitter, IPL

Follow Us

হায়দরাবাদ : ছিলেন দলের ক্যাপ্টেন। হঠাৎই নেতৃত্ব গেল। সতীর্থদের জন্য জল, সরঞ্জামও বয়েছেন। এরপর টিম থেকেও বাদ পড়েন। ডেভিড ওয়ার্নার এবং সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হলেই বাড়তি কিছু চোখে পড়ে। সানরাইজার্সের বিরুদ্ধে দিল্লির জয়ের পরও তাই। সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে ডেভিড ওয়ার্নারের সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের নেতৃত্ব চ্যাম্পিয়নও হয়েছিল সানরাইজার্স। কিন্তু ২০২১ সালের আইপিএল ওয়ার্নারের থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে। নেতৃত্ব এবং ব্যাটিং, দুই ভূমিকাতেই ফ্লপ ওয়ার্নার। মরসুমের মাঝেই তাঁকে নেতৃত্ব থেকে সরানো হয়। এরপর একাদশের বাইরে। প্রিয় খেলোয়াড়কে বেঞ্চে দেখে ক্ষেপে গিয়েছিলেন সানরাইজার্স সমর্থকরাও। পরের বছর আর ডেভিড ওয়ার্নারকে রিটেন করেনি সানরাইজার্স হায়দরাবাদ। অনেকেই মনে করেন এর নেপথ্যে কাব্য়া মারান। সানরাইজার্স টিম পরিচালনা করেন তিনিই। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

পরের বছর অর্থাৎ ২০২২ আইপিএলের মেগা অকশনে ডেভিড ওয়ার্নারকে ৬.২৫ কোটি টাকায় নেয় দিল্লি ক্যাপিটালস। এরপর থেকে দিল্লি বনাম সানরাইজার্স ম্য়াচ থাকলেও বাড়তি নজর ওয়ার্নারের দিকে। ২০২২ সালের আইপিএলে সানরাইজার্সের বিরুদ্ধে ৯২ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেছিলেন ডেভিড ওয়ার্নার। তাঁর কাছে শতরানের সুযোগও ছিল। উল্টোদিকে বিধ্বংসী মেজাজে থাকা রোভম্য়ান পাওয়েলকেই চালিয়ে খেলতে দেন ওয়ার্নার। টিমের জন্য সেটাই জরুরি মনে করেছিলেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে যেন বাড়তি তাগিদ দেখা যায় ডেভিড ওয়ার্নারের।

এ বারের আইপিএলে টানা পাঁচ ম্য়াচ হেরে প্রবল চাপে ছিল দিল্লি ক্য়াপিটালস। ঋষভ পন্থ চোটে ছিটকে যাওয়ায় ওয়ার্নারকে নেতৃত্ব দিয়েছিল দিল্লি। কিন্তু পরপর হারে টিম ম্য়ানেজমেন্টের সিদ্ধান্তে প্রশ্ন উঠতে থাকে। ওয়ার্নার অবশ্য ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন। অবশেষে ষষ্ঠ ম্য়াচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কোনওরকমে জয়। মরসুমের প্রথম জয়ের পরই দিল্লি ক্য়াপিটালস ঘুরে দাঁড়ায়। সানরাইজার্সের ঘরের মাঠে জিতে বাড়তি উচ্ছ্বাস দেখা যায় ওয়ার্নারের। ডাগ আউটের সামনে বিশাল লাফ, পুষ্পা সেলিব্রেশন। শুধুই কি জয়ের সেলিব্রেশন নাকি কাব্যা মারানকে জবাব? সোশ্যাল মিডিয়ায় এমন প্রশ্নই ঘোরাফেরা করছে। ওয়ার্নারও ম্যাচ শেষে জানিয়েছেন, হায়দরাবাদের বিরুদ্ধে এ মরসুমে আরও একটা ম্যাচ বাকি রয়েছে। জানালেন, নাকি সতর্কবার্তা দিয়ে রাখলেন!

Next Article