
নয়াদিল্লি: ভারতের মহিলা দলের অন্যতম চেনা মুখ হলেন জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues)। মেয়েদের আইপিএলের নিলামে সমস্ত ফ্র্যাঞ্চাইজিরই নজর কেড়ে নিয়েছিলেন তিনি। বহু দরাদরির পর অবশেষে দিল্লির ফ্র্যাঞ্চাইজির (Delhi Capitals) তুলে নিয়েছে মুম্বইবাসী এই ব্যাটারকে। তাও আবার ২.২ কোটির বিনিময়ে। মেয়েদের আইপিলে জেমাইমা পঞ্চম দামি ক্রিকেটার। জাতীয় দলের সতীর্থ স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) মতো দর না পেলেও নির্বাচকদের মধ্যে বেশ ভালোই প্রভাব ফেলেছেন ২২ বছরের এই তরুণী। ভারতের আর পাঁচজন মেয়ে ক্রিকেটারের মতো জেমাইমার অভিযানও প্রতিকূলতায় ভরা। নিজের উত্থানে বাবার অবদান জানালেন এই ওপেনার। কী বললেন তিনি, তুলে ধরল TV9 Bangla।
সম্প্রতি একটি ইন্টারভিউতে এ বিষয়ে জানিয়েছেন জেমাইমা। তিনি বলেছেন, “প্রতিদিন বাবা আমাকে ৩০০টি করে বল করত। মায়ের মুখ থেকে অনেকদিন পরে জানতে পারি, আমাকে বল করার ফলে রাতে বাবার হাত ফুলে যেত। মা প্রতিরাতে বাবার হাত টিপে দিত। কিন্তু বাবা কোনও দিন আমাকে সে কথা জানতে দেয়নি। বাবা বরাবর চেয়েছিলেন, যেন আমার খেলার মান আরও উন্নত হয়।” কতটা কাকতালীয়ভাবেই মেয়ের প্রতিভার পরিচয় পেয়েছিলেন বাবা ইভান রডরিগেজ। জেমাইমা স্কুলের অনূর্ধ্ব ১৬ টিমের একটি ম্যাচে ভাইয়ের পরিবর্ত হিসেবে খেলেছিলেন। সেই ম্যাচেই নিজের ব্যাটিং দিয়ে মুগ্ধ করেছিলেন সবাইকে।
ত্যাগ, ইচ্ছে এবং মনের জোর, এই তিনটে বিষয়ে জোর দিয়েই নিজের জীবনে সফল হয়েছেন জেমাইমা।
দেশের হয়ে এখনও অবধি ৮০টি টি-২০ ম্যাচে ১৭০৪ রানের অধিকারী এই ব্যাটার উইমেন্স প্রিমিয়ার লিগেও নিজের ব্যাটিংয়ের নমুনা দেখাতে পারেন কিনা, সেটাই জানার জন্য তাকিয়ে গোটা দেশ। শুধু ক্রিকেটেই নয়, জেমাইমা অন্য খেলাতেও পারদর্শী। ভারতের হয়ে ক্রিকেট খেলার আগে, জেমাইমা জাতীয় স্তরের হকি প্লেয়ার ছিলেন। খেলাধুলার বাইরেও জেমাইমার অন্য দক্ষতাও রয়েছে। তিনি দারুণ গিটার বাজান। সঙ্গে গানটাও ভালো গান জেমাইমা।