World Cup 2023: ভারতই সহায়! বিশ্বকাপের হাত ধরে বাঁচার রসদ খুঁজছে বাবর-শাহিনের পাকিস্তান

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 09, 2023 | 8:45 AM

Cricket World Cup 2023: ভারতই সহায় হতে পারে পাকিস্তানের। ভারতের মাটিতে বিশ্বকাপ বাবর আজমদের (Babar Azam) কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হতে চলেছে। পাকিস্তান এমনিতে দারুণ খেলছে। সেই ধারা বজার রেখে যদি চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, তা হলে দেশের অর্থনৈতিক অবস্থাও পাল্টে যেতে পারে। এমনই করছেন শোয়েব আখতারের মতো প্রাক্তন ক্রিকেটার।

World Cup 2023: ভারতই সহায়! বিশ্বকাপের হাত ধরে বাঁচার রসদ খুঁজছে বাবর-শাহিনের পাকিস্তান
Image Credit source: twitter

Follow Us

করাচি: আর্থিক ভাবে ধুঁকছে দেশ। বিশ্বকাপের (World Cup 2023) হাত ধরে কি ঘুরে দাঁড়াবে? বছরখানেক আগে শ্রীলঙ্কা পড়েছিল তীব্র আর্থিক সঙ্কটে। এশিয়া কাপ (Asia Cup 2023), ভারতের বিরুদ্ধে সিরিজের মধ্যে দিয়ে খানিকটা উতড়ে গিয়েছিল তারা। খেলা যে প্রাণ দেয়, প্রমাণ হয়ে গিয়েছিল। পাকিস্তানের ক্ষেত্রেও তাই হতে পারে। দেশের চরম আর্থিক অনটনের প্রভাব পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডেও (PCB)। সময়ে সময়ে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের দাবি যে কারণে তুলে ধরা হয় ওই দেশ থেকে। এ বারও ভারতই সহায় হতে পারে পাকিস্তানের। ভারতের মাটিতে বিশ্বকাপ বাবর আজমদের (Babar Azam) কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হতে চলেছে। পাকিস্তান এমনিতে দারুণ খেলছে। সেই ধারা বজার রেখে যদি চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, তা হলে দেশের অর্থনৈতিক অবস্থাও পাল্টে যেতে পারে। এমনই করছেন শোয়েব আখতারের মতো প্রাক্তন ক্রিকেটার। কী বলছেন তিনি? TV9Bangla Sportsএ বিস্তারিত।

শোয়েব বলেছেন, ‘ভারতের মাটিতে পাকিস্তান বিশ্বকাপ জিতুক, আমি এই প্রার্থনা করছি। তার কারণই হল, দেশ হিসেবে পাকিস্তান চরম আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই বিশ্বকাপটা যদি জিততে পারে পাকিস্তান, দেশ হয়তো নতুন করে আলোয় ফিরতে পারে। পাকিস্তানের কাছে এই বিশ্বকাপ আরও একটা কারণে গুরুত্বপূর্ণ। কারণ, ভারতে হচ্ছে টুর্নামেন্টটা। আমি ভুল হতে পারে, কিন্তু মনে হচ্ছে এ বারের বিশ্বকাপ ফাইনালটা ভারত-পাকিস্তানের হতে চলেছে। আর পাকিস্তান চ্যাম্পিয়ন হবে।’

পাকিস্তানের পেস ব্যাটারিতে মুগ্ধ শোয়েব। তাঁর কথায়, ‘পাকিস্তানের এখনকার পেস অ্যাটাক আমাকে অতীত মনে করিয়ে দিচ্ছে। ওয়াসিম আক্রম আর ওয়াকার ইউনিসের সময়কার পাকিস্তান যেন। শাহিন, রউফরা যে ভাবে বল করছে, দেখে সত্যিই মুগ্ধ হচ্ছি। শানিন ওর কেরিয়ারের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। রউফ উইকেট শিকারি মনোভাব নিয়ে এগোচ্ছে। শুধু নাসিমের ক্ষেত্রে আমার পরামর্শ, ও যেন আরও বেশি উইকেট নেওয়ার চেষ্টা করে।’

Next Article