কলকাতা : এই পোস্টের অপেক্ষায় ছিলেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। চোখের জলে তামিম ইকবাল (Tamim Iqbal) অবসর ঘোষণা করেছেন বৃহস্পতিবার। সারা বিশ্বের প্রাক্তন-বর্তমান ক্রিকেটাররা নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কিন্তু তামিমের অবসর নিয়ে চুপ ছিলেন সাকিব আল হাসান (Shakib Al Hasan)। অনূর্ধ্ব ১৫ টিম থেকে বাংলাদেশের জাতীয় দল—২০টা বছর ধরে একসঙ্গে ২২ গজ দাপিয়েছেন সাকিব-তামিম। তবে সাম্প্রতিককালে দু’জনের মধ্যে সমস্যার কথা শোনা গিয়েছিল বারবার। সতীর্থ-বন্ধুর হঠাৎ অবসরের ২৪ ঘণ্টা পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন সাকিব। বাংলাদেশের টেস্ট ও টি-২০ ক্যাপ্টেন পুরনো দিনের স্মৃতিচারণ, তামিমের সাফল্য, মাঠে তাঁদের দু’জনের মধ্যে রসায়ন তুলে ধরেছেন। সাকিব লেখেন, এত বছর পর তামিমের পাশে না থাকাটা অদ্ভুত মনে হবে তাঁর। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর প্রতিবেদনে।
সাকিব লিখেছেন, “২০০৩ সাল থেকে জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৫ স্তরে আমাদের একসঙ্গে প্রথম পথ চলা। গত ২০ বছর ধরে আমাদের স্বপ্ন এবং লক্ষ্যগুলি একসঙ্গে ভাগ করে নিয়েছি। আমাদের মধ্যে গড়ে উঠেছে দৃঢ় বন্ধন এবং বন্ধুত্ব। দু’জনের লক্ষ্য একই ছিল। দেশের হয় জয়লাভ। এই লক্ষ্যে পৌঁছতে একে অপরের শক্তির উপর নির্ভর করেছি। মাঠে তোমার না থাকাটা অদ্ভুত বলে মনে হবে। তোমার রান সংখ্যা ও রেকর্ডগুলি তোমার সাফল্যের কথা বলে। তুমি যা অর্জন করেছ তার জন্য আমরা গর্বিত।” সবশেষে আগামী জীবনের জন্য তামিমকে শুভেচ্ছা জানিয়েছেন সাকিব। প্রিয়জনের সঙ্গে মুহূর্তগুলি কাটানোর পরামর্শ দিয়েছেন।
ফের একবার উপমহাদেশে ওডিআই বিশ্বকাপের আসর। ক্রিকেটের মহারণ শুরু হতে মাত্র তিন মাস বাকি। অংশগ্রহণকারী দলগুলি বিশ্বকাপের রোডম্যাপ তৈরিতে ব্যস্ত। এমন একটা সময়ে বাংলাদেশ ক্রিকেটে প্রবল ডামাডোল চলছে। বৃহস্পতিবার হঠাৎ করে সাংবাদিক সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তামিম ইকবাল। তামিম শুধু বাংলাদেশের ওডিআই ফরম্যাটের ক্যাপ্টনই ছিলেন না, জাতীয় দলের অন্যতম ভরসাযোগ্য ও অভিজ্ঞ ক্রিকেটার। সাম্প্রতিককালে ফর্ম পড়তির দিকে থাকলেও কেরিয়ারের ১৫ হাজার রানের মালিক তামিম। দলের অন্দরে, বাইরে প্রবল সমালোচনার জেরে অনেকটা অভিমান নিয়ে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম। অবসরের কথা বলতে গিয়ে চোখের জলে ভেসেছেন। ওডিআই বিশ্বকাপের তিন মাস আগে তামিমের অবসর নড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেটকে। বিস্মিত সারা ক্রিকেট বিশ্ব।