Virat Kohli : অনুষ্কা ম্যাচ দেখতে এলে বাড়তি উৎসাহ পান, অকপট বিরাট

IPL 2023, DC vs RCB : স্ত্রীর প্রশংসা করতে এতটুকু সুযোগ হাতছাড়া করেন না। আইপিএলে সাত হাজার রানের মাইলস্টোন গড়ার দিনেও বিরাটের মুখে শুধুই অনুষ্কা।

Virat Kohli : অনুষ্কা ম্যাচ দেখতে এলে বাড়তি উৎসাহ পান, অকপট বিরাট
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 07, 2023 | 1:37 AM

নয়াদিল্লি: আইপিএলে সাত হাজার রানের মাইলস্টোন পূর্ণ করলেন বিরাট কোহলি (Virat Kohli)। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। দিল্লির হোম ম্যাচের অর্থ হল, আরসিবির (DC vs RCB) অ্যাওয়ে ম্যাচে বিরাটের ঘরের মাঠে খেলার সুযোগ। অরুণ জেটলি স্টেডিয়ামের দর্শকদের একেবারেই হতাশ করলেন না বিরাট। গ্যালারিতে ছিল পূর্ণ সমর্থন। বিরাট…বিরাট ধ্বনিতে মুখরিত হল অরুণ জেটলি স্টেডিয়াম। গ্যালারিতে উপস্থিত রয়েছেন বিরাটের পরিবার। অনুষ্কা, ভামিকা, বিরাটের ভাই। রয়েছেন ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা। তাঁদের সামনে চলতি আইপিএলে নিজের ষষ্ঠ অর্ধশতরান হাঁকালেন বিরাট (IPL 2023)। ৫৫ রানের ইনিংস খেলার রাতে সাত হাজার রানের মাইল ফলক পার করে গিয়েছেন। আরসিবির ইনিংস শেষে কোহলি বলে দিলেন, গ্যালারিতে অনুষ্কার উপস্থিতি সবসময় স্পেশাল। অভিনেত্রী স্ত্রী ম্যাচ দেখতে এলে আলাদা উত্তেজনা অনুভব করেন। বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আইপিএলের ইতিহাসে এই প্রথম কোনও ব্যাটার সাত হাজার রানের মাইলস্টোন ছুঁলেন। টুর্নামেন্টের ১৫ বছরের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে রেকর্ড কোহলির। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ১২ রান করতেই মাইল ফলকে পৌঁছে যান বিরাট। চলতি মরসুমে দুরন্ত ছন্দে রয়েছেন। দল হারুক বা জিতুক, বিরাট ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। ঘরের মাঠে রেকর্ড গড়ে আপ্লুত বিরাট। অরুণ জেটলি স্টেডিয়ামের দর্শকদের ধন্যবাদ জানালেন। একইসঙ্গে বললেন, “দলের জন্য যা করার চেষ্টা করছি সেই যাত্রাপথে সাত হাজার রানটি হল আরও একটি মাইল ফলক। এটি একটি বিশেষ মুহূর্ত। অনুষ্কা এখানে, আমার পরিবার এখানে, আমার কোচ এখানে। আমার নামে একটি প্যাভিলিয়ন পেয়ে আমি সম্মানিত হয়েছি। এখান থেকে আমার যাত্রা শুরু হয় এবং দিল্লির হয়ে খেলা শুরু করি। আমি কল্পনাও করিনি যে এই সমস্ত বিষয় সেখানেই ঘটবে। সব কিছুর জন্য কৃতজ্ঞতা জানাই।”

নিজের বিশেষ দিনে বিরাটের মুখে আরও একবার শোনা গেল স্ত্রী অনুষ্কার কথা। অনুষ্কা খেলা দেখতে আসা মানেই বিরাটের কাছে দিনটি স্পেশাল। মেয়ে ভামিকা থাকলে সোনায় সোহাগা। অনুষ্কার উপস্থিতি তাঁর মধ্যে বাড়তি অক্সিজেন ভরে দেয়, অকপটে স্বীকার করলেন বিরাট।