চেন্নাই : আর মাত্র কিছুদিন। আগামী ৩১ মার্চ শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রথম ম্য়াচেই নামছেন মহেন্দ্র সিং ধোনি। গত বারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ। মহেন্দ্র সিং ধোনির এটাই কি শেষ আইপিএল? পরিস্থিতি এবং বাস্তব তাই বলছে। এ বার তিনি নেতৃত্ব দেবেন কী না, সেই বিষয়টিও পরিষ্কার নয়। আইপিএলের জন্মলগ্ন অর্থাৎ ২০০৮ সাল থেকে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে মহেন্দ্র সিং ধোনিই। তাঁর নেতৃত্বে চার বার চ্য়াম্পিয়ন হয়েছে সিএসকে। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল চেন্নাই। মাঝে দু-বছর নির্বাসনের কারণে আইপিএলে ছিল না সিএসকে। সে সময় রাইজিং পুনে সুপার জায়ান্টসে খেলেছেন। গত বছরের আইপিএল শুরুর ঠিক আগের মুহূর্তে চেন্নাইয়ের নেতৃত্ব তুলে দেন রবীন্দ্র জাডেজাকে। ধোনির লেগাসি কি এবারই শেষ? এমনটাই মনে করছেন অজি কিংবদন্তি তথা সিএসকে-তে ধোনির প্রাক্তন সতীর্থ। বিস্তারিত TV9Bangla-য়।
গত বারের আইপিএলে জাডেজার হাতে নেতৃত্ব তুলে দিলেও পরোক্ষ ভাবে ব্য়াটন ছিল ধোনির হাতেই। জাডেজাকে ভবিষ্যতের নেতা হিসেবে প্রস্তুত করাই লক্ষ্য ছিল। নেতৃত্বের বাড়তি চাপে জাডেজার ব্য়ক্তিগত পারফরম্য়ান্সেও প্রভাব পড়ে। চোটে কয়েক ম্য়াচ পরই ছিটকে যান জাডেজা। বাকি ম্য়াচগুলিতে ফের নেতৃত্ব দেন ধোনিই। এ বার হয়তো নতুন কারও হাতে দায়িত্ব তুলে দেবেন। শুধু তাই নয়, এটাই ধোনির শেষ আইপিএল বলে মনে করছেন অনেকেই। আইপিএলে ধোনির লেগাসি ফিনিশ, মত সিএসকে-তে তাঁর প্রাক্তন সতীর্থ ম্যাথু হেডেনের। অস্ট্রেলিয়ার বিধ্বংসী প্রাক্তন ওপেনার হেডেন বলেন, ‘চেন্নাই সুপার কিংস বরাবরই ব্য়তিক্রমী কিছু করে। এই দলের প্রাণভোমরা এমএস ধোনি। দলকে কঠিন পরিস্থিতি থেকেও ঘুরে দাঁড়ানোর রসদ জোগায়।’
ধোনির প্রসঙ্গে হেডেন আরও যোগ করেন, ‘এ বারের আইপিএল হয়তো আরও ব্যতিক্রমী ভাবে সেলিব্রেট করবে চেন্নাই সুপার কিংস। আমার বিশ্বাস, ধোনির এটাই শেষ আইপিএল। ধোনির লেগাসির সমাপ্তির মুহূর্তটা স্মরণীয় করে রাখতে চাইবে চেন্নাই সুপার কিংস। ধোনি নিজেও চাইবে, এই মুহূর্তটা সমর্থকদের জন্য় স্পেশাল করে রাখতে।’