
কলম্বো: সাদা বলের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ওপেনার রোহিত শর্মা। এ বিষয়ে কোনও দ্বিমত নেই। ওডিআই ক্রিকেটে ১০ হাজারের ওপর রান। গত ওয়ান ডে বিশ্বকাপে পাঁচটি শতরান। টেস্ট ক্রিকেটেও ওপেনারের ভূমিকায় সফল। অধিনায়ক হিসেবেও নজর কেড়েছেন। সামনে আরও একটা বিশ্বকাপ। ঘরের মাঠে রোহিত শর্মার নেতৃত্বে নামছে টিম ইন্ডিয়া। অধিনায়ক, ব্যাটার রোহিতকে প্রশংসায় ভরিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি’ভিলিয়ার্স। রোহিতকে বিশেষ কারণে সম্মান করেন এবিডি। সেটাই জানালেন প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে রান না পেলেও এ বারের এশিয়া কাপে অনবদ্য ফর্মে রোহিত। গত বিশ্বকাপের পর থেকেই ব্যাটিং স্টাইল বদলেছেন ভারত অধিনায়ক। অতিরিক্ত ঝুঁকি নিয়ে ব্যাট করছেন। স্বাভাবিক ভাবেই বড় স্কোর তাঁর ব্যাটে কম আসছে। ওয়ান ডে ক্রিকেটে ইনিংসে সর্বাধিক ২৬৪ রানের রেকর্ড রোহিতের দখলেই। ওডিআই-তে বিশ্বের একমাত্র ব্যাটার হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে।
বিশ্বের অন্যতম সেরা ওপেনার রোহিতকে নিয়ে প্রোটিয়া ক্রিকেটার এবিডি বলছেন, ‘রোহিতের প্রত্যাবর্তনটা দেখুন! চতুর্থ মন্থর ক্রিকেটার হিসেবে ওডিআইতে ২ হাজার রানে পৌঁছেছিলেন রোহিত। অথচ দ্বিতীয় দ্রুততম হিসেবে ১০ হাজার রানে! ওকে আমি প্রচণ্ড সম্মান করি।’
ভারতের ষষ্ঠ ব্যাটার হিসেবে ওডিআই ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন রোহিত। বিরাটের পর দ্রুততম হিসেবে এই মাইলফলকে। এবিডি আরও বলছেন, ‘প্রথম বার দেখেই মনে হয়েছিল, রোহিতের মধ্যে কিছু বিশেষত্ব রয়েছে। সবচেয়ে যেটা নজর কেড়েছে, খুব কম বয়স থেকেই ওর মধ্যে একটা লড়াকু মানসিকতা রয়েছে। ও কাউকে পিঠ দেখাতে অভ্যস্ত নয়।’
এ বারের এশিয়া কাপে ১৯৪ রান করেছেন রোহিত। তিন হাফসেঞ্চুরি। স্ট্রাইকরেট ১০৫-এর ওপর। ৬০-এর ওপর ব্যাটিং গড়। বাংলাদেশের বিরুদ্ধে রানের খাতা খুলতে পারেননি রোহিত।