India vs South Africa: প্রোটিয়া সিরিজ শুরুর আগে টিম ইন্ডিয়াকে সতর্কবার্তা দিলেন জ্যাক কালিস

Jacques Kallis on India's South Africa Tour: দক্ষিণ আফ্রিকায় টি-২০ এবং ওডিআই সিরিজে খেলবেন না বিরাট, রোহিতরা। ফলে তাঁদের জায়গায় তরুণরা খেলার সুযোগ পাবেন। ভারতের এই প্রোটিয়া সফরে বিশেষ নজর থাকবে টেস্ট সিরিজে। কারণ, দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনও কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। আর এ বারও সেটা সহজ হবে না বলছেন প্রোটিয়া কিংবদন্তি জ্যাক কালিস। কী বললেন তিনি?

India vs South Africa: প্রোটিয়া সিরিজ শুরুর আগে টিম ইন্ডিয়াকে সতর্কবার্তা দিলেন জ্যাক কালিস
India vs South Africa: প্রোটিয়া সিরিজ শুরুর আগে টিম ইন্ডিয়াকে সতর্কবার্তা দিলেন জ্যাক কালিস

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 08, 2023 | 12:02 AM

ডারবান: অপেক্ষার আর একটা দিন। রবিবার দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে সূর্যকুমার যাদবের ভারতের (India)। তিন ম্যাচের টি-২০ (T20) সিরিজের পর হবে তিন ম্যাচের ওডিআই সিরিজ। তারপর রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রোটিয়াদের বিরুদ্ধে এই সিরিজে ভারতীয় দলের দিকে বিশেষ নজর থাকবে। টি-২০ এবং ওডিআই সিরিজে খেলবেন না বিরাট, রোহিতরা। ফলে তাঁদের জায়গায় তরুণরা খেলার সুযোগ পাবেন। ভারতের এই প্রোটিয়া সফরে বিশেষ নজর থাকবে টেস্ট সিরিজে। কারণ, দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনও কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। আর এ বারও সেটা সহজ হবে না বলছেন প্রোটিয়া কিংবদন্তি জ্যাক কালিস (Jacques Kallis)। কী বললেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ভারতীয় টিম যে দুরন্ত ফর্মে রয়েছে সে কথা স্বীকার করে নিয়েছেন কালিস। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারানো খুবই কঠিন। এক সাক্ষাৎকারে কালিস বলেছেন, ‘এই ভারতীয় দল নিঃসন্দেহে দুর্দান্ত ফর্মে রয়েছে। কিন্তু দক্ষিণ আফ্রিকার ঘরের মাটিতে হারানো ভীষণ কঠিন। আমার যতদূর মনে হয় সেঞ্চুরিয়নের পিচ এবং পরিবেশ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের জন্য কিছুটা সাহায্য করবে। অন্যদিকে নিউল্যান্ডসের পিচ সাহায্য করতে পারে ভারতীয়দের। আমি এ বিষয়ে নিশ্চিত একটা দুর্দান্ত সিরিজ দেখতে চলেছি আমরা। ম্যাচের প্রথম দুটো সেশনই হয়তো, কোন দলের পাল্লা ভারী সেটা নির্ধারিত হয়ে যাবে।’

সেঞ্চুরিয়নে ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট শুরু হবে। তা চলবে ৩০ ডিসেম্বর অবধি। তারপর ভারত ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ৩ জানুয়ারি থেকে। সেটি হওয়ার কথা ৭ জানুয়ারি অবধি। ২০২২ সালে যখন শেষ বার দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল ভারতীয় দল, তখন ১-২ ব্যবধানে সিরিজ হেরেছিল ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতেই এখনও অবধি ভারতের টেস্ট সিরিজ জয় অধরাই থেকে গিয়েছে। রোহিত শর্মার নেতৃত্বে কি এ বার ভারতের সেই অধুরা মাধুরী লাভ হবে?