IND vs ENG: ইনিংস হার এড়াল ভারত, সুন্দর ব্যাটিংয়ে ড্রয়ের স্বপ্ন দেখাচ্ছেন জাডেজা!

IND vs ENG 4th Test: জাডেজা-সুন্দর দু-জনেরই হাফসেঞ্চুরি পার। এখান থেকে আক্রমণাত্মক ব্যাটিংও শুরু করেছেন। দিনের খেলায় এখনও প্রায় ৩০ ওভার বাকি। ভারত প্রায় ৩০ রানের লিড নিয়েছে। ফলে শেষ দিকে আকর্ষণীয় পরিস্থিতি হয়ে উঠতেই পারে।

IND vs ENG: ইনিংস হার এড়াল ভারত, সুন্দর ব্যাটিংয়ে ড্রয়ের স্বপ্ন দেখাচ্ছেন জাডেজা!
Image Credit source: PTI

Jul 27, 2025 | 8:53 PM

কঠিন পরিস্থিতি থেকে বেরোলো ভারত। ম্যাঞ্চেস্টার টেস্টে ইনিংস হারের পরিস্থিতি ছিল ভারতের। সেই ভ্রকুটি কাটিয়ে উঠেছে ভারত। লোকেশ রাহুল-শুভমন গিলের ব্লকাথন। জাডেজা-ওয়াশিংটন সুন্দরের ধৈর্যের ইনিংসের পর আক্রমণ। এখান থেকে ড্রয়ের সম্ভাবনাই বেশি। তবে শেষ দিকে কিছুটা রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হতে পারে। পরীক্ষার সামনে পড়তে পারে ইংল্যান্ড। যদি শেষ দিকে ১০ ওভারে ১৫০ রানের টার্গেট দেয় ভারত!

প্রথম ইনিংসে ৩৫৮ রানে অলআউট হয়েছিল ভারত। জবাবে জো রুট এবং বেন স্টোকসের ড্যাডি হান্ড্রেড। ৬৬৯ রানের বিশাল স্কোর করে ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে গত এক দশকে এই প্রথম কোনও দল ৬০০ প্লাস স্কোর গড়ল। সব মিলিয়ে ৩০০ উপর লিড নিতেই ইনিংস হারের ভ্রুকুটি ছিল ভারতের সামনে। তার কারণ ম্যাচের তখনও দেড়দিনের বেশি বাকি।

দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা। প্রথম ওভারেই দুই উইকেট হারিয়েছিল ভারত। লোকেশ রাহুল ও শুভমন গিল জুটি হাল ধরে। লোকে রাহুল সেঞ্চুরি মিস করেন অল্পের জন্য়। ৯০ রান করেছেন। খেলেছেন ২৩০টি ডেলিভারি। যা এই ইনিংসে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। অন্য দিকে শুভমন গিল ২৩৮ বলে ১০৩ রানে ফেরেন। ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাডেজাও একশোর বেশি ডেলিভারি সামলে দিয়েছেন।

জাডেজা-সুন্দর দু-জনেরই হাফসেঞ্চুরি পার। এখান থেকে আক্রমণাত্মক ব্যাটিংও শুরু করেছেন। দিনের খেলায় এখনও প্রায় ৩০ ওভার বাকি। ভারত প্রায় ৩০ রানের লিড নিয়েছে। ফলে শেষ দিকে আকর্ষণীয় পরিস্থিতি হয়ে উঠতেই পারে।