ICC World Cup 2023: চিপকে ঢুকে পড়লেন জার্ভো, পৌঁছে গেলেন কোহলির কাছে, তারপর…

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 08, 2023 | 3:17 PM

IND vs AUS: কড়া নিরাপত্তায় ওডিআই বিশ্বকাপ চলছে ভারতে। আজ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বিশ্বকাপ যাত্রা শুরু করল মেন ইন ব্লু। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস হেরে প্রথমে বোলিং করতে হচ্ছে ভারতকে। এই ম্যাচের একটিও বল গড়ায়নি, ঠিক সেই সময় মাঠে ঢুকে পড়লেন এক ক্রিকেট ফ্যান।

ICC World Cup 2023: চিপকে ঢুকে পড়লেন জার্ভো, পৌঁছে গেলেন কোহলির কাছে, তারপর...
ICC World Cup 2023: চিপকে ঢুকে পড়লেন জার্ভো, পৌঁছে গেলেন কোহলির কাছে, তারপর...
Image Credit source: Twitter

Follow Us

চেন্নাই: কড়া নিরাপত্তায় ওডিআই বিশ্বকাপ (ICC World Cup) চলছে ভারতে। আজ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বিশ্বকাপ যাত্রা শুরু করল মেন ইন ব্লু। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস হেরে প্রথমে বোলিং করতে হচ্ছে ভারতকে (India)। এই ম্যাচের একটিও বল গড়ায়নি, ঠিক সেই সময় মাঠে ঢুকে পড়লেন এক ক্রিকেট ফ্যান। তিনি ক্রিকেট প্রেমীদের মধ্যে বেশ পরিচিত। তিনি জার্ভো। এই প্রথম বার তিনি কোনও ম্যাচের মাঝে মাঠে ঢুকে পড়লেন তেমনটা নয়। অতীতেও একাধিকবার নিরাপত্তাকর্মীদের দৃষ্টি এড়িয়ে মাঠে ঢুকেছেন জার্ভো। এ বার তো তিনি পৌঁছে গেলেন সটান বিরাট কোহলির (Virat Kohli) কাছে। তারপর কী হল? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ভারতের ম্যাচের মাঝে জার্ভো এই প্রথম বার মাঠে ঢুকে পড়লেন তেমনটা নয়। ২০২১ সালে ভারতের ইংল্যান্ড সফরের সময়ও তিনি এই কাণ্ড ঘটিয়েছিলেন। সেই সময় ভারত-ইংল্যান্ডের টেস্ট সিরিজ চলছিল। তখন লর্ডস টেস্টের পর লিডস টেস্টেও তিনি ভারতের জার্সি পরে মাঠে নেমে পড়েন। প্যাড, গ্লাভস, হেলমেট পরে জার্ভো ভারতের জার্সিতে আগেও মাঠে নেমেছেন। আবার তাঁর কায়দা সেই সময় ছিল অনেকটা ব্যাটার হিসেবে মাঠে নামার মতো। যার ফলে ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব তাঁকে আজীবন নির্বাসিতও করে। বিদেশের মাটিতে ভারতের ম্যাচের মাঝে মাঠে ঢুকে শান্ত হননি জার্ভো। এ বার তিনি পৌঁছে গেলেন ভারতেও।

গায়ে ভারতের জার্সি। আর জার্সি নম্বর ৬৯। নাম লেখা জার্ভো। যাঁর পুরো নাম ড্যানিয়েল জার্ভিস। তিনি আসলে একজন ইউটিউবার। কিন্তু তিনি একজন ভারতীয় ক্রিকেট ফ্যানও। চিপকে তিনি ম্যাচ শুরুর আগে পৌঁছে যান কোহলির কাছে। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা এসে তাঁকে মাঠ থেকে বের করে দেন।

সোশ্যাল মিডিয়া X এ জার্ভোর চিপকের পিচে ঢুকে পড়ার একাধিক ছবি ভাইরাল হয়েছে। পরবর্তীতে দেখা যায় ম্যাচের মাঝে ফের মাঠে ঢুকে পড়েন জার্ভো। সে বার তিনি পৌঁছে যান লোকেশ রাহুলের কাছে। রাহুল সেই সময় জার্ভোকে মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন। ফের নিরাপত্তারক্ষীরা তাঁকে মাঠ থেকে বের করে দেন। কিন্তু একই ম্যাচে ২ বার জার্ভো মাঠে ঢুকে পড়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।

Next Article