কলকাতা: ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ECB) চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছেন কেকেআর তারকা জেসন রয়। মেজর ক্রিকেট লিগে খেলার জন্যই তাঁর এই সিদ্ধান্ত। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের সঙ্গে চুক্তি প্রায় ৩ লাখ পাউন্ডে তাঁর চুক্তি হতে চলেছে। হইচই ফেলে দিয়েছে ডেইলি মেলের এই প্রতিবেদন। জাতীয় দল ছেড়ে কেন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগের জন্য খেলার সিদ্ধান্ত নিলেন জেসন? প্রশ্ন উঠছে। খবর ছড়াতেই টুইটারে বড়সড় পোস্ট জেসন রয়ের (Jason Roy)। নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। তাঁর বক্তব্য হল, মেজর লিগ ক্রিকেটে (MLC) অবশ্যই খেলতে চান। তা বলে এটা নয় যে ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলবেন না। ইংল্যান্ডের হয়ে খেলাই তাঁর কাছে অগ্রাধিকার পাবে। ভারতে এসে ওডিআই বিশ্বকাপে খেলতে চান তিনি। তাঁর এবং ইসিবি, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতেই মেজর ক্রিকেট লিগের চুক্তি হচ্ছে। পোস্টে এমনই ইঙ্গিত কেকেআর তারকার। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
টুইটারে তিনি লিখেছেন, “গত ২৪ ঘণ্টায় অনেক অনাকাঙ্খিত জল্পনা হয়েছে। স্পষ্ট করে দিতে চাই যে আমি কখনওই ইংল্যান্ডের ক্রিকেট ছেড়ে যাব না। একজন প্রফেশনাল ক্রিকেটার হিসেবে নিজের দেশকে প্রতিনিধিত্ব করাই আমার কাছে অগ্রাধিকার পাবে। ইংল্যান্ডের হয়ে আরও অনেকগুলো বছর খেলতে চাই।” ইসিবির সঙ্গে মেজর ক্রিকেট লিগে খেলার বিষয়ে তাঁর কথা হয়েছে। স্পষ্ট জানিয়ে দেন রয়। তিনি লিখেছেন, “ইসিবির সঙ্গে মেজর ক্রিকেট লিগে খেলার বিষয়ে আমার কথা হয়েছে। ওরা আমাকে খুশি খুশি খেলতে দিতে চায়। চুক্তির বাকি সময়ের জন্য আমাকে পারিশ্রমিক দিতে হবে না। তাই ইসিবির আপত্তি নেই।” অর্থাৎ, তিনি মেজর লিগ ক্রিকেটে খেলার পাশাপাশি ইংল্যান্ডের হয়েও খেলবেন।
Please read. pic.twitter.com/FrKWhUn1aM
— Jason Roy (@JasonRoy20) May 25, 2023
ইসিবির সঙ্গে রয়ের পূর্ণ চুক্তি নেই। তাই ছড়িয়ে পড়েছিল যে ইসিবির চুক্তি ছেড়ে বেরিয়ে এসে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোনিবেশ করবেন রয়। এই বিষয়ে তিনি বলেন, “আমি এক ফরম্যাটের ক্রিকেটার এবং পূর্ণ চুক্তিতে না থাকায় এই সুযোগে মেজর লিগে খেলতে চেয়েছিলাম। এই টুর্নামেন্টের সঙ্গে ইংল্যান্ডের কোনও প্রতিযোগিতার ক্ল্যাশ নেই। যত বেশি কম্পিটিটিভ ক্রিকেট খেলব, ইংল্যান্ডের ক্রিকেটার হিসেবে ততই আমাকে সাহায্য করবে। আমার কাছে ইংল্যান্ডের হয়ে খেলাই আগে। সামনে বিশ্বকাপ। সেখানে সুযোগ পেলে সেটা আমার জন্য গর্বের হবে।”