India vs South Africa: জো’বার্গে তুমুল বাকবিতণ্ডায় জড়ালেন বুমরা-জেনসেন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 05, 2022 | 5:51 PM

জো'বার্গের ওয়ান্ডারার্সে দ্বিতীয় টেস্টের (2nd Test) তৃতীয় দিনের খেলা চলছে। ২৩৯ রানের লিড নিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ক্রিকেট মাঠে অবশ্য ঝামেলা নতুন নয়। সে দিক থেকে দেখতে গেলে বুমরা-জেনসেন ঝামেলা ততটা গুরুত্ব পাবে না।

India vs South Africa: জোবার্গে তুমুল বাকবিতণ্ডায় জড়ালেন বুমরা-জেনসেন
India vs South Africa: জো'বার্গে বাকবিতণ্ডায় জড়ালেন বুমরা-জেনসেন (ছবি-টুইটার)

Follow Us

জোহানেসবার্গ: রীতিমতো উত্তপ্ত ওয়ান্ডারার্স। দুই বোলারের ঝালেমা মেটাতে ছুটে আসতে হল আম্পায়ারদের। ফিল্ডিং টিমের ক্যাপ্টেনও এগিয়ে এসে ঠান্ডা করলেন প্রতিপক্ষ টিমের বোলারকে, যিনি ব্যাট হাতে নেমেছিলেন বাইশ গজে। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন জশপ্রীত বুমরা (Jasprit Bumrah) আর মার্কো জেনসেনের (Marco Jansen) ঝামেলার সাক্ষী থাকল জোহানেসবার্গ।

হকী ঘটেছিল মাঠে? ৫৩.৪ ওভারের ঘটনা। নিজের ওভারের প্রথম চারটে বলই বাউন্সার দেন জেনসেন। চারটে বলই আছড়ে পড়ে বুমরার গায়ে। যে কারণে রীতিমতো চটে যান বুমরা। ঠিক তখনই আবার কিছুটা বলেনও জেনসেন। যার পর মাথা গরম করতে দেখা যায় বুমরাকে। ভারতীয় পেসার কার্যত তেড়ে যান দক্ষিণ আফ্রিকান পেসারের দিকে। দুই আম্পায়ার এসে দু’জনকে থামান। বিহারিও পৌঁছে যান দু’জনের সামনে। বুমরার দিকে এগিয়ে আসেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারও। ক্রিজে ফিরে এসে তাঁকেও কিছু একটা বলেন বুমরা। এলগার তাঁর পিঠ চাপড়ে দেন। তারপর প্রত্যেকেই এগিয়ে যান।

পরের ওভারে অবশ্য আর বল করতে দেখা যায়নি জেনসেনকে। প্রোটিয়া ক্যাপ্টেন চাননি, দু’জনের মধ্যে কোনও ঝামেলা হোক। তবে লুঙ্গি এনগিডির বলে জেনসেনের হাতে ক্যাচ দিয়েই ফেরেন বুমরা। জো’বার্গের ওয়ান্ডারার্সে দ্বিতীয় টেস্টের (2nd Test) তৃতীয় দিনের খেলা চলছে। ২৩৯ রানের লিড নিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ক্রিকেট মাঠে অবশ্য ঝামেলা নতুন নয়। সে দিক থেকে দেখতে গেলে বুমরা-জেনসেন ঝামেলা ততটা গুরুত্ব পাবে না।

Next Article