Jasprit Bumrah : রোজ ৭ ওভার বল করছেন বুমরা, বিশ্বকাপ সূচি প্রকাশের দিন এল খবর

গতবছর সেপ্টেম্বর মাসে শেষবার ২২ গজে দেখা গিয়েছিল বুমরাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তড়িঘড়ি খেলানোর ফল ভুগতে হয় ভারতকে।

Jasprit Bumrah : রোজ ৭ ওভার বল করছেন বুমরা, বিশ্বকাপ সূচি প্রকাশের দিন এল খবর
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 27, 2023 | 11:55 PM

কলকাতা: ২৭ জুন প্রকাশিত হয়েছে ২০২৩ আইসিসি ওডিআই বিশ্বকাপ। এর ঠিক ১০০ দিন পর ভারতের মাটিতে শুরু হবে ওডিআই বিশ্বকাপ। ঠিক সেদিনই এল সুখবর। জসপ্রীত বুমরার শারীরিক পরিস্থিতি নিয়ে যা আপডেট এসেছে তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন ক্রিকেটপ্রেমীরা। বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে বুমরার (Jasprit Bumrah)। যা খবর তাতে পিঠের অস্ত্রোপচারের ধাক্কা অনেকটাই কাটিয়ে উঠেছেন বুম বুম। এনসিএ-র নেটে বল করাও শুরু করেছেন। নিয়ম করে রোজ ৭ ওভার বল করছেন। তবে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে কবে ফিরবেন তার নিশ্চয়তা নেই। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sportsএর এই প্রতিবেদনে।

গতবছর সেপ্টেম্বর মাসে শেষবার ২২ গজে দেখা গিয়েছিল বুমরাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তড়িঘড়ি খেলানোর ফল ভুগতে হয় ভারতকে। পিঠের চোটে কাবু হয়ে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে চলে যান বুমরা। এরপর অস্ত্রোপচার এবং সুস্থ হয়ে ওঠার পালা। ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপে বুমরাকে পেতে মরিয়া বিসিসিআই। বিশ্বকাপের আগে যাতে বুমরা ম্যাচ ফিট হয়ে যান তারও তোড়জোড় চালাচ্ছে বিসিসিআই। আপাতত বুমরাকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে ফেরানোর চেষ্টা করছে বোর্ড। সূচনাটা টি-২০ সিরিজ দিয়ে হলে এবং বুমরাকে স্বচ্ছন্দ দেখালে এশিয়া কাপের টিমেও দেখা যেতে পারে বুমরাকে। বিশ্বকাপের কথা মাথায় রেখে এ বারের এশিয়া কাপ হতে চলেছে ৫০ ওভারের।

পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় দলের প্রাক্তন স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ রামজী শ্রীনিবাসন বলেন,”এই ধরনের চোটের ক্ষেত্রে কোনও টাইমলাইন বেঁধে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। কারণ প্রতিমুহূর্তে মনিটরিং চলে। তবে এটুকু বলতে পারি বুমরার সুস্থতার প্রক্রিয়া খুব ভালো। এনসিএ-তে ও রোজ ৭ ওভার করে বল করছে। আগামী মাসে বেশ কয়েকটা প্র্যাকটিস ম্যাচ খেলবে। ফিটনেসের বিষয়টি তখনই জানা যাবে।”