
এ যেন সেই বিজ্ঞাপনের লাইনের মতো। সকাল বুমরার…দিন ভারতের! প্রথম পার্ট হয়েছে। অপেক্ষা দ্বিতীয়টার। প্রথম দিন ১৭ উইকেট পড়েছিল। অস্ট্রেলিয়ার ৭ উইকেটের মধ্যে ৪টি নিয়েছিলেন ভারত অধিনায়ক জসপ্রীত বুমরা। দিনের শেষ বলে স্টার্ককে ফেরানোর একটা সুযোগ এসেছিল। কট অ্যান্ড বোলের সুযোগ। যদিও বল ক্যারি করেনি। দ্বিতীয় দিন স্পেল শুরু করলেন অজি কিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারির উইকেট দিয়েই। সঙ্গে ফাইফারও পূর্ণ করেন ক্যাপ্টেন জসপ্রীত বুমরা। এর সঙ্গে কীর্তি।
প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলআউট হওয়ার পর স্পেশাল পারফরম্যান্স প্রয়োজন ছিল। সেটাই করে দেখিয়েছেন জসপ্রীত বুমরা, সিরাজরা। পারথের প্রথম স্পেলেই নিয়েছিলেন ৩ উইকেট। দিনের শেষ স্পেলে আরও একটা উইকেট। আর দ্বিতীয় দিন স্পেল শুরুই করলেন উইকেট দিয়ে। টেস্ট ক্রিকেটে এই নিয়ে ১১ বার ফাইফার। রাউন্ড দ্য উইকেট স্পেল শুরু করেন। ফোর্থ স্টাম্পে পিচ করে সামান্য় বাইরে যাচ্ছিল। ক্যারি আন্দাজ করেছিলেন ভেতরে আসবে। সফ্ট হ্যান্ডে খেলে সিঙ্গল নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু আউটসাইড এজ পন্থের হাতে।
কেরিয়ারে এগারোতম ফাইফারে ভারতের দুই কিংবদন্তি পেসার জাহির খান ও ইশান্ত শর্মার সঙ্গে এক সারিতে বুমরা। ভারতীয় স্পেশালিস্ট পেসারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ১১টি করে ফাইফার ছিল জাহির ও ইশান্তের। এ বার তালিকায় যোগ হল বুমরার নামও। কপিল দেবের ২৩টি ফাইফার থাকলেও তিনি অলরাউন্ডার ছিলেন।
Make that FIVE!
There’s the first five-wicket haul of the series #MilestoneMoment #AUSvIND @nrmainsurance pic.twitter.com/t4KIdyMTLI
— cricket.com.au (@cricketcomau) November 23, 2024