Jasprit Bumrah: পোপের রাস্তা আটকে আইসিসির কোপে বুমরা! হল বড়সড় শাস্তি
India vs England, 1st Test: আইসিসি কড়া শাস্তি দিল রোহিত শর্মার দলের তারকা পেসার জসপ্রীত বুমরাকে। হায়দরাবাদ টেস্টের চতুর্থ দিন নিয়মভঙ্গ করেছেন জসপ্রীত বুমরা। আইসিসির কোড অব কনডাক্ট অনুযায়ী লেভেল ১ এর অপরাধ করেছেন বুমরা। ২৪ মাসে এটি তাঁর প্রথম অপরাধ তাই তিনি পেয়েছেন ১ ডিমেরিট পয়েন্ট।

কলকাতা: ইংল্যান্ডের কাছে হায়দরাবাদ টেস্টে টিম ইন্ডিয়ার হারের ২৪ ঘণ্টাও কাটেনি। এর মধ্যে ভারতীয় শিবিরে বেশ অস্বস্তিতে। প্রথমত, রবীন্দ্র জাডেজার হ্যামস্ট্রিং চোট ভাবাচ্ছে টিম ইন্ডিয়াকে। এ বার আইসিসি কড়া শাস্তি দিল রোহিত শর্মার দলের তারকা পেসার জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah)। হায়দরাবাদ টেস্টের চতুর্থ দিন নিয়মভঙ্গ করেছেন জসপ্রীত বুমরা। আইসিসির কোড অব কনডাক্ট অনুযায়ী লেভেল ১ এর অপরাধ করেছেন বুমরা। ২৪ মাসে এটি তাঁর প্রথম অপরাধ তাই তিনি পেয়েছেন ১ ডিমেরিট পয়েন্ট। বুমরা কী এমন করলেন, যে আইসিসি তাঁকে শাস্তি দিল? TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।
বুমরার শাস্তি পাওয়ার খবর সম্পর্কে আইসিসি এক বিবৃতি দিয়েছে। সেখানে উল্লেখ করা রয়েছে, ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৮১তম ওভারে অলি পোপকে রান নেওয়ার সময় পথ আটকেছিলেন বুমরা। সেই সময় পরিষ্কার বোঝা গিয়েছিল, ইচ্ছাকৃত ভাবে বুমরা আসলে অলি পোপের রান নেওয়া আটকাতে চাইছিলেন। আইসিসি উল্লেখ করেছে, বুমরা শারীরিকভাবে বাধা দিয়েছেন পোপকে। তাই এই শাস্তি পেয়েছেন ভারতীয় পেসার।
আইসিসির কোড অব কনডাক্টের ধারা ২.১২ অনুযায়ী, কোনও ম্যাচ চলাকালীন ক্রিকেটার, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনও ব্যক্তির সঙ্গে অনুপযুক্ত শারীরিক যোগাযোগ করা চলবে না। বুমরার বিরুদ্ধে মাঠের আম্পায়ার পল রেইফেল ও ক্রিস গ্যাফানি, থার্ড আম্পায়ার মারাইস ইরাসমাস ও চতুর্থ আম্পায়ার রোহান পন্ডিত এই অভিযোগ তুলেছিলেন। লেভেল ১ এর নিয়ম লঙ্ঘনের জন্য ক্রিকেটারদের সতর্ক করা হয়। এই অভিযোগে অভিযুক্ত ক্রিকেটারের ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়ে থাকে এবং এক বা দু’টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়ে থাকে।
The Code of Conduct breach occurred during the fourth day of #INDvENG first Test in Hyderabad 👀
Details 👇https://t.co/PPjnAhcBAY
— ICC (@ICC) January 29, 2024
জসপ্রীত বুমরা হায়দরাবাদ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬টি উইকেট নিয়েছিলেন। এখনও এই সিরিজের ৪টি টেস্ট ম্যাচ বাকি। আইসিসির পক্ষ থেকে ১ ডিমেরিট পয়েন্ট পাওয়ায় বুমরা বাকি ম্যাচগুলিতে সম্ভবত সতর্ক হয়ে খেলবেন। কারণ এই ধরণের অভিযোগ বার বার উঠলে এবং ৪ ডিমেরিট পয়েন্ট পেলে আইসিসি তাঁকে নির্বাসিতও করতে পারে।





