Jasprit Bumrah: ‘বুমরা একদিকে, বাকিরা…’, জসপ্রীতে মুগ্ধ জাহির খান

IPL, Mumbai Indians: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেই উত্থান জসপ্রীত বুমরার। এই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের সৌজন্যেই জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন বুমরা। শুরুর দিকে শুধুমাত্র সাদা বলের ফরম্যাটেই নেওয়া হত। ক্রমশ তিন ফরম্যাটেই ভারতীয় পেস বোলিংয়ের লিডার হয়ে উঠেছেন। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় বোলিংয়ের সিংহভাগ দায়িত্ব তাঁর কাঁধেই। এ বারের আইপিএলেও বিধ্বংসী ফর্মে জসপ্রীত।

Jasprit Bumrah: বুমরা একদিকে, বাকিরা..., জসপ্রীতে মুগ্ধ জাহির খান
Image Credit source: BCCI

Apr 12, 2024 | 7:22 PM

পিচ কেমন, পরিস্থিতি, প্রতিপক্ষ। কোনও কিছুই যেন ম্যাটার করে না জসপ্রীত বুমরার কাছে। যে কোনও পরিস্থিতিতেই ভয়ঙ্কর বুমরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেছে ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ ব্য়বধানে জয় ভারতের। পুরো টুর্নামেন্টে অনবদ্য ছিলেন জসপ্রীত বুমরা। অথচ একটা সময় বুমরাকে শুধুই টি-টোয়েন্টি স্পেশালিস্ট ধরা হত। তিনি যে অন্য কোনও ফরম্যাটেও নজর কাড়তে পারেন এই ধারনাই ছিল না। ধীরে ধীরে পরিস্থিতি পুরো বদলে গিয়েছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেই উত্থান জসপ্রীত বুমরার। এই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের সৌজন্যেই জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন বুমরা। শুরুর দিকে শুধুমাত্র সাদা বলের ফরম্যাটেই নেওয়া হত। ক্রমশ তিন ফরম্যাটেই ভারতীয় পেস বোলিংয়ের লিডার হয়ে উঠেছেন। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় বোলিংয়ের সিংহভাগ দায়িত্ব তাঁর কাঁধেই। এ বারের আইপিএলেও বিধ্বংসী ফর্মে জসপ্রীত।

এক দিন আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দুর্ধর্ষ বোলিং করেছেন জসপ্রীত বুমরা। ঘরের মাঠে টানা দু-ম্যাচে জয়। হারের হ্যাটট্রিক থেকে জোড়া জয়ে আত্মবিশ্বাস পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এর নেপথ্যে বড় কারণ বুমরা। ৫ উইকেট নিয়েছেন তিনি। বুমরাকে নিয়ে উচ্ছ্বাসে ভাসছেন দেশের প্রাক্তন কিংবদন্তি পেসার জাহির খান। জিও সিনেমায় জাহির বলেন, ‘ও দুর্দান্ত ফর্মে। ইয়র্কার, স্লোয়ার। পরিস্থিতি যেমনই হোক, সামনে কোন ব্যাটার রয়েছে, এসব কিছুই ওর কাছে বিষয় নয়। বুমরা সকলের চেয়ে আলাদা স্তরে রয়েছে।’