Jasprit Bumrah-Mohammed Siraj: মাঠে ব্যাটাররা তাঁদের যুগলবন্দিতে জব্দ, বাইরে জুটিতে প্রশ্ন সামলালেন

Jan 05, 2024 | 12:02 AM

IND vs SA: প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ইনিংসে আগুনে বোলিং করেছিলেন মহম্মদ সিরাজ। আর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ঠিক সেই কাজ করেন জসপ্রীত বুমরা। এই পেসারদের যুগলবন্দি মাঠে তো বটেই, মাঠের বাইরেও নজর কেড়ে নিয়েছে সকলের। কেপটাউন টেস্টের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় মহম্মদ সিরাজের হাতে ম্যাচের সেরার পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর তাঁকে প্রশ্ন করতে শুরু করেন সঞ্চালক। সেই সময় জুটি বেঁধে আসেন সিরাজ ও বুমরা।

Jasprit Bumrah-Mohammed Siraj: মাঠে ব্যাটাররা তাঁদের যুগলবন্দিতে জব্দ, বাইরে জুটিতে প্রশ্ন সামলালেন
মাঠে ব্যাটাররা তাঁদের যুগলবন্দিতে জব্দ, বাইরে জুটিতে প্রশ্ন সামলালেন
Image Credit source: X

Follow Us

কেপটাউন: রেনবো নেশনস থেকে চওড়া হাসি নিয়ে দেশে ফিরতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা। কেপটাউনে এই প্রথম বার ভারত কোনও টেস্ট ম্যাচ জিতল। যার ফলে ১-১ ড্র দিয়ে সিরিজ শেষ হয়েছে। প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ইনিংসে আগুনে বোলিং করেছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। আর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ঠিক সেই কাজ করেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এই পেসারদের যুগলবন্দি মাঠে তো বটেই, মাঠের বাইরেও নজর কেড়ে নিয়েছে সকলের। কেপটাউন টেস্টের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় মহম্মদ সিরাজের হাতে ম্যাচের সেরার পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর তাঁকে প্রশ্ন করতে শুরু করেন সঞ্চালক। সেই সময় জুটি বেঁধে আসেন সিরাজ ও বুমরা।

আসলে মহম্মদ সিরাজ এখনও ইংরেজিতে অতটা সড়গড় নন। যে কারণে, সিরাজের ট্রান্সলেটর হিসেবে তাঁর সঙ্গে গিয়েছিলেন বুমরা। কিন্তু অন্যমনস্ক অবস্থায় সিরাজ সঞ্চালকের প্রথম প্রশ্নের জবাব ইংরেজিতেই দেন। সেই সময় তাঁর পাশে দাঁড়িয়ে থাকা বুমরা হাসতে থাকেন। বুমরা এরপর সিরাজকে বলেন, পরের উত্তরগুলি হিন্দিতে বলতে। সঞ্চালক তাঁদের একসঙ্গে দেখে বলেছিলেন, ‘নতুন বলে জুটিতে বোলিং করতে দেখা যায় আপনাদের, আর এখানেও জুটিতে।’

প্রথম প্রশ্নের উত্তর ইংরেজিতে দেওয়ার পর অবশ্য সিরাজ আর ইংরেজিতে কিছু বলেননি। হিন্দিতেই উত্তর দেন। আর তা অনুবাদ করে দেন বুমরা। এবং তা করতে গিয়ে একসময় বুমরা বেশ কয়েকটি কথা বাদ দিয়ে দেন। আসলে সেগুলি ছিল তাঁকে নিয়েই। সিরাজ বলেন, ‘জস্সি ভাই (জসপ্রীত বুমরা) থাকলে আমাকে বলে দেয় যে কোন উইকেটে কেমন লাইন, লেংথে বল করা দরকার। ওর মেসেজের জন্য আমাকে বেশি ভাবতেও হয় না।’ সিরাজের এই বক্তব্য অনুবাদ করার সময় বুমরা নিজের নামের কথা একবারও উল্লেখ করেননি। বরং জানান, আমাদের টিমে বোলাররা উইকেট পড়ে বোলিং ইউনিটকে সেই মতো তথ্য দেয় বলেই আমরা সফল হই। বুমরা নিজের নাম উল্লেখ না করলেও সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিয়ো ভাইরাল হয়েছে। সকলে বুম বুমের প্রশংসাও করেছেন।

রইল সেই ভিডিয়ো —

Next Article