Asia Cup 2023: হার্দিককে কড়া টক্কর দিচ্ছেন বুমরা, এশিয়া কাপে রোহিতের ডেপুটি হয়তো…

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 20, 2023 | 12:48 PM

Jasprit Bumrah: আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে জাতীয় দলে (Team India) কামব্যাক হয়েছে ভারতের সিনিয়র তারকা পেসার জসপ্রীত বুমরার।

Asia Cup 2023: হার্দিককে কড়া টক্কর দিচ্ছেন বুমরা, এশিয়া কাপে রোহিতের ডেপুটি হয়তো...
Asia Cup 2023: হার্দিককে কড়া টক্কর দিচ্ছেন বুমরা, এশিয়া কাপে রোহিতের ডেপুটি হয়তো...

Follow Us

নয়াদিল্লি: যত নজর যেন ভারতের এশিয়া কাপের (Asia Cup 2023) স্কোয়াডে। সূত্রের খবর, ২১ অগস্ট অর্থাৎ সোমবার বিসিসিআইয়ের এক বৈঠক হবে। তারপরই আসন্ন এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করা হবে। জানা গিয়েছে, আগামী কাল দুপুর ১.৩০ মিনিটে ঘোষণা করা হবে ভারতের এশিয়া কাপ স্কোয়াড। এবং ভারত অধিনায়ক রোহিত শর্মা ও জাতীয় নির্বাচক প্রধান অজিত আগরকর এক প্রেস কনফারেন্সও করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, এশিয়া কাপে রোহিত শর্মার ডেপুটির ভূমিকায় দেখা যেতে পারে জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সূত্রের খবর, আগামী কাল বোর্ডের যে মিটিং হবে তাতে নয়াদিল্লিতে সশরীরে উপস্থিত থাকবেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়। এ ছাড়া অধিনায়ক রোহিত শর্মা ওই মিটিংয়ে মুম্বই থেকে ভিডিয়ো কলে যোগ দেবেন। বিসিসিআইয়ের এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, যদি অধিনায়কত্বের অভিজ্ঞতার মাপকাঠি হয়, তা হলে হার্দিক পান্ডিয়ার থেকে জসপ্রীত বুমরার অধিনায়কত্বের অভিজ্ঞতা অনেক বেশি। কারণ ২০২২ সালে তিনি ভারতীয় টেস্ট ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকায় ওডিআই সফরে হার্দিক পান্ডিয়ার আগে তিনি ওডিআইতে সহ-অধিনায়কও ছিলেন।

বিসিসিআইয়ের ওই সূত্র আরও বলেন, ‘যদি আপনারা দেখেন যে এশিয়া কাপ এবং বিশ্বকাপ, দুটো টুর্নামেন্টেই বুমরাকে ভারতের সহ-অধিনায়ক নির্বাচন করা হয়েছে, তা হলে অবাক হওয়ার কিছু থাকবে না। সেই কারণেই আয়ার্ল্যান্ডে ঋতরাজ গায়কোয়াড়ের পরিবর্তে বুমরাকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।’

এতদিন ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছিল রোহিত শর্মার পর ডেপুটি হিসেবে এশিয়া কাপে এবং আসন্ন ওডিআই বিশ্বকাপে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে। কিন্তু জসপ্রীত বুমরার দুরন্ত কামব্যাক হতেই ছবিটা বদলে গিয়েছে। এ বার দেখার সত্যিকার অর্থে আসন্ন এশিয়া কাপে রোহিতের ডেপুটি কে হন। সেটা জানা গেলে, বিশ্বকাপে ভারতের সহ-অধিনায়ক কে হবেন তারও একটা ইঙ্গিত মিলবে।

 

Next Article