Jasprit Bumrah: বুমরা কি অবসর নিতে চলেছেন টেস্ট থেকে? এক প্রাক্তন দাবি করলেন…

IND vs ENG 4th Test: বিরাট কোহলি, রোহিত শর্মাদের পথেই হাঁটবেন? ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সফরে বুমরাকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহারের কথা বলা হয়েছে শুরু থেকেই। কিন্তু বুমরা কি আদৌ খেলার মতো জায়গায় আছেন?

Jasprit Bumrah: বুমরা কি অবসর নিতে চলেছেন টেস্ট থেকে? এক প্রাক্তন দাবি করলেন...
Image Credit source: PTI

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 26, 2025 | 4:42 PM

কলকাতা: সেই ধার কি নেই? গতি কি কমে গিয়েছে? শারীরিক সমস্যা কাটিয়ে উঠতে পারেননি? পিঠের চোট কি আবার ফিরছে? জসপ্রীত বুমরাকে ঘিরে একাধিক প্রশ্ন বারবার উঠছে ইংল্যান্ড সফরের সময়। এ বার আরও বড় প্রশ্নটা উঠে গেল— বুমরা কি অবসর নিয়ে নিতে পারেন টেস্ট ক্রিকেট থেকে? তিনি কি বিরাট কোহলি, রোহিত শর্মাদের পথেই হাঁটবেন? ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সফরে বুমরাকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহারের কথা বলা হয়েছে শুরু থেকেই। কিন্তু বুমরা কি আদৌ খেলার মতো জায়গায় আছেন?

ম্যাঞ্চেস্টার টেস্টের তৃতীয় দিন নতুন বল নেওয়ার পর মাত্র এক ওভারই বল করতে দেখা গিয়েছিল তাঁকে। তারপর উঠে গিয়েছিলেন মাঠ থেকে। ড্রেসিংরুমে ফেরার সময় সিঁড়ি ভেঙে উঠতে দেখা গিয়েছিল। তখন চোখে পড়ে সিঁড়ি ভাঙতেও কষ্ট হচ্ছে বুমরার। এই ছবিই যেন নতুন করে ভারতীয় পেসারকে নিয়ে চিন্তায় ফেলে দিয়েছে টিম ম্যানেজমেন্টকে। এই পরিস্থিতিতে বুমরা টেস্টে খেলা চালিয়ে যেতে পারবেন কিনা, তা নিয়েও উঠে গিয়েছে প্রশ্ন। কেউ কেউ বলছেন, এই সফরের পর লাল বলে আর খেলতে দেখা নাও যেতে পারে। সত্যিই কি তাই?

একটা ব্যাপার পরিষ্কার, বুমরার বলে সেই গতি নেই। পুরো সিরিজে একটাও বল ১৪০ কিমির উর্ধ্বে করতে পারেননি। যা বেশ উদ্বেগের বিষয়। যে পয়েন্ট ধরে মহম্মদ কাইফের মতো প্রাক্তন কিন্তু বলে দিয়েছেন, ‘আমার মনে হয় না বুমরা আগামী দিনে টেস্টে দেখা যাবে বলে। ও অবসর নিয়ে নিতে পারে টেস্ট থেকে। যে গতিতে বল করত বুমরা, সেটা দেখা যাচ্ছে না। যদি কোনও প্লেয়ার মনে করে, দেশের হয়ে ১০০ শতাংশ দিতে পারছে না, উইকেট নিতে পারছে না, ম্য়াচ জেতাতে পারছে না, তা হলে সে নিজেই আর খেলতে চায় না। বুমরার কিন্তু দেশের প্রতি দায়বদ্ধতা একই রকম আছে। কিন্তু ওর নিজের ফিটনেসটা একেবারে হারিয়ে ফেলেছে। ওর শরীর আর দিচ্ছে না। টেস্ট ক্রিকেটে কার্যকর ভূমিকাতে দেখাই যাচ্ছে না, এটার থেকে বড় ইঙ্গিত আর কী হতে পারে? আমার তো মনে হয়, যা শারীরিক অবস্থা ওর, ভবিষ্যতে শারীরিক সমস্যায় পড়তে পারে। বিরাট, রোহিত, অশ্বিনের পর এবার ক্রিকেট ভক্তদের বুমরাকে ছা়ড়াই ভারতীয় টিমকে গ্রহণ করতে হবে।’