Jasprit Bumrah Akash Madhwal : বুমরার জায়গা নিতে প্রস্তুত আকাশ? রোহিতের ‘বিকল্প’ মন্তব্যের পর জসপ্রীতের টুইট

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 25, 2023 | 2:34 PM

LSG vs MI, IPL 2023 : জসপ্রীত বুমরা চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন। জোফ্রা আর্চার চোটের কারণে অধিকাংশ ম্যাচই খেলতে পারেননি। মুম্বইয়ে বড় রকমের চিন্তা ছিল ডেথ বোলিং নিয়ে।

Jasprit Bumrah Akash Madhwal : বুমরার জায়গা নিতে প্রস্তুত আকাশ? রোহিতের বিকল্প মন্তব্যের পর জসপ্রীতের টুইট
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: এলিমিনেটর ম্যাচের ঠিক আগে ক্যাপ্টেন রোহিত শর্মার মুখে আকাশ মাধওয়ালের (Akash Madhwal) ভূয়সী প্রশংসা শোনা গিয়েছিল। জসপ্রীত বুমরার বিকল্প হিসেবে আকাশের নাম উল্লেখ করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন। কয়েক ঘণ্টার মধ্যে রোহিতের ভরসার দাম দিলেন আকাশ। এলিমিনেটর ম্যাচে (LSG vs MI) প্রথমে ব্যাটিং করে লখনউ সুপার জায়ান্টসকে খুব একটা আহামরি চ্যালেঞ্জ দিতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচের দ্বিতীয়ার্ধে লাইমলাইট একাই কেড়ে নিলেন আকাশ। ৫ রানের বিনিময়ে ৫ উইকেট! লখনউয়ের ব্যাটিং ব্রিগেড ভেঙে পড়ে তাসের ঘরের মতো। এলিমিনেটর জিতিয়ে মুম্বইকে ষষ্ঠ আইপিএল (IPL 2023) ট্রফি জয়ের স্বপ্ন দেখানো মাধওয়ালকে নিয়ে হইচই ক্রিকেট দুনিয়ায়। যাঁর বিকল্প হিসেবে আকাশকে ভাবছেন, সেই বুমরা এখন অস্ত্রোপচারের পর রিহ্যাবে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ নন। প্রায় পাঁচ মাসের মাথায় বুমরা টুইট করলেন। সেটা মুম্বইয়ের আকাশের নতুন তারার জন্য। মাধওয়ালের সেনসেশনাল বোলিং সম্পর্কে কী বললেন বুম বুম? বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

জসপ্রীত বুমরা চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন। জোফ্রা আর্চার চোটের কারণে অধিকাংশ ম্যাচই খেলতে পারেননি। এরপর মাঝপথেই ছিটকে যান। ফলে মুম্বইয়ে বড় রকমের চিন্তা ছিল ডেথ বোলিং নিয়ে। সেই খামতি যেন পূরণ করছেন আকাশ। গতবছরের নেট বোলারকে কিছুটা বাধ্য হয়েই স্কোয়াডে রাখা হয়। নিরাশ করেননি তিনি। গ্রুপ পর্বে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে শিরোনামে এসেছিলেন। এলিমিনেটর ম্যাচের নায়ক তিনি। মাধওয়ালের দুরন্ত বোলিং ও তিনটে অদ্ভুত রান আউটের কারণে ৮১ রানের বড় ব্যবধানে হেরেছে লখনউয়। মুম্বইয়ের জয়ের পর বুমরা টুইট করে মাধওয়ালের প্রশংসা করেন। তিনি লেখেন, “আকাশ মাধওয়ালের কি দারুণ স্পেল। মুম্বই ইন্ডিয়ান্সকে শুভেচ্ছা। দারুণ একটা জয়।”

বছর চারেক আগেও খেপ খেলে বেড়াতেন। ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি ওয়াসিম জাফরের হাতে পড়ে কেরিয়ারের মোড় ঘুরে যায় আকাশের। তিনিই আকাশের গুরু। তবে বুমরার বিকল্প হিসেবে নিজেকে ভাবছেন না। ৫-৫ ক্লাবে প্রবেশ করেও মাটিতে পা রেখে চলেছেন। ম্যাচ শেষে আকাশ বলেন, “আমি কখনওই বুমরা ভাইয়ের জায়গা নিতে পারব না। ও ওর জায়গায়, আমি আমার জায়গায়।” অন্যান্য ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বুমরা ছাড়াও আকাশের প্রশংসায় টুইট করেছেন অনিল কুম্বলে এবং বীরেন্দ্র সেওয়াগ।

Next Article