Arjun Tendulkar: ‘দীর্ঘপথ পেরিয়ে…’, সচিনপুত্রর সঙ্গে ছবি পোস্ট জেমাইমার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 25, 2023 | 12:09 PM

Jemimah Rodrigues-Arjun Tendulkar: সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর এবং ভারতীয় মহিলা দলের ক্রিকেটার জেমাইমা রডরিগজ ছেলেবেলা থেকেই একে অপরকে চেনেন।

Arjun Tendulkar: দীর্ঘপথ পেরিয়ে..., সচিনপুত্রর সঙ্গে ছবি পোস্ট জেমাইমার
'দীর্ঘপথ পেরিয়ে...', সচিনপুত্রর সঙ্গে ছবি পোস্ট জেমাইমার

Follow Us

নয়াদিল্লি : তাঁদের পরিচয় এক দশক আগে। ক্রিকেটের মাধ্যমেই হয়েছিল প্রথম দেখা। সদ্য ইন্সটাগ্রামে সচিনপুত্রর সঙ্গে এক মিষ্টি ছবি শেয়ার করেছেন ভারতের মহিলা ক্রিকেট দলের তারকা ব্যাটার জেমাইমা রডরিগজ (Jemimah Rodrigues)। ছেলেবেলা থেকেই অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) ও জেমাইমা একে অপরের পরিচিত। সেই ছবিতে দেখা গিয়েছে জেমাইমার পরনে বার্সেলোনার জার্সি এবং পায়ে ক্রিকেট প্যাড। অর্জুন পরেছিলেন একটি হাফ স্লিভ টি-শার্ট। তাঁর পায়েও ছিল ক্রিকেট প্যাড। কোথায় দেখা হল তাঁদের? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সেই অনূর্ধ্ব-১২ টিমে খেলার সময় ক্রিকেটের হাত ধরেই তাঁদের পরিচয় হয়েছিল। একই কোচের অধীনে ছেলেবেলায় অনুশীলন করতেন তাঁরা। দীর্ঘদিন পর আবার তাঁদের দেখা হল। জেমাইমার ছবি দেখে পরিস্কার যে, তাঁরা নেট অনুশীলনের পর ওই ছবি তুলেছেন। দীর্ঘদিন পর ফের নেটে একসঙ্গে অনুশীলন করলেন অর্জুন ও জেমাইমা। স্বাভাবিকভাবেই ছেলেবেলার স্মৃতি ভিড় করেছিল দু’জনের মনে।

ইন্সটাগ্রামে অর্জুন তেন্ডুলকর ও তাঁর ছেলেবেলার কোচ প্রশান্ত শেট্টির সঙ্গে ছবি শেয়ার করে জেমাইমা লিখেছেন, ‘অনূর্ধ্ব-১২-র সময়কার দিনগুলো থেকে এখনও পর্যন্ত… আমরা দীর্ঘপথ পেরিয়ে অনেক দূর চলে এসেছি।’

ভারতের সিনিয়র মহিলা ক্রিকেট দলের হয়ে ভালো পারফর্ম করে চলেছেন জেমাইমা রডরিগজ। খুব তাড়াতাড়ি তিনি ভারতীয় দলের ব্যাটিংয়ের অন্যতম ভরসা হয়ে উঠেছেন। ভারতের মহিলা দলের হয়ে টি-২০, ওডিআই মিলিয়ে এখনও অবধি ১০১টি ম্যাচ খেলেছেন জেমাইমা। তবে এখনও পর্যন্ত টেস্ট ম্যাচে খেলার সুযোগ পাননি জেমাইমা। দেশের হয়ে ওডিআই ক্রিকেটে ২১টি ম্যাচে জেমাইমা এখনও অবধি করেছেন ৩৯৪ রান। এবং নিয়েছেন ১টি উইকেটও। আর টি-২০ ক্রিকেটে ৮০টি ম্যাচে তিনি করেছেন ১৭০৪ রান। অন্যদিকে, ২০২৩ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ডেবিউ হয়েছে অর্জুন তেন্ডুলকরের। যদিও তিনি অবশ্য খুব বেশি ম্যাচে খেলার সুযোগ পাননি।

Next Article