কলকাতা: ক্রিকেট থেকে অবসর নিলেও ঝুলন গোস্বামী (Jhulan Goswami) ক্রিকেটেই রয়েছেন। এ কথা বলতেই হচ্ছে, কারণ তিনি কখনও ধারাভাষ্য দিচ্ছেন, কখনও আবার বোলিং কোচ হিসেবে দেখা যাচ্ছে তাঁকে। শুধু তাই নয়, তিনি আবার কোনও টিমের মেন্টরও। উইমেন্স প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্স টিমের বোলিং কোচ ও মেন্টর ঝুলন গোস্বামী। ডব্লিউপিএলের দু’টো মরসুম তাঁকে এই দায়িত্বে দেখা গিয়েছে। এ বার নাইট রাইডার্সেও পেলেন বড় দায়িত্ব। আসন্ন উইমেন্স ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স টিমে যোগ দিলেন ভারতীয় কিংবদন্তি ঝুলন গোস্বামী।
এ বার থেকে উইমেন্স ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স টিমের মেন্টর হলেন ঝুলন গোস্বামী। এই দায়িত্ব পেয়ে চাকদা এক্সপ্রেস খুশি। তিনি বলেন, ‘আমি টিকেআর (ত্রিনবাগো নাইট রাইডার্স) টিমের মেন্টর হিসেবে যোগ দিচ্ছি। এমন একটা সমৃদ্ধ ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। টিকেআর টিমে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। কেকেআর ম্যানেজমন্টকে ধন্যবাদ জানাতে চাই, আমাকে এই টিমের মেন্টর বানানোর জন্য।’
ঝুলন গোস্বামীর মতো কিংবদন্তি নাইট শিবিরে আসার ফলে ওই টিমকে নিয়ে সকলের প্রত্যাশা বেড়ে গেল। শাহরুখ খান, ভেঙ্কি মাইসোরকেও ধন্যবাদ জানিয়েছেন ঝুলন। তিনি বলেন, ‘কিং খানের সঙ্গে দেখা করা সব সময়ই বিশেষ। নাইট রাইডার্সের প্রতি তাঁর আবেগ এবং সমর্থন সত্যিই অবিশ্বাস্য। আমার টিকেআর মেয়েদের টিমের সঙ্গে যোগদানের মূল কথা শুরু হয়েছিল ভেঙ্কি স্যারের (ভেঙ্কি মাইসোর) সঙ্গে। যেভাবে নাইট শিবির আমাকে স্বাগত জানিয়েছে এবং আমার সঙ্গে কথা বলেছে তাতে আমি সত্যিই সম্মানিত বোধ করেছি।’ আসন্ন উইমেন্স ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স গ্রুপ লিগে চারটি ম্যাচ খেলবে। তা হবে ২২-২৭ অগস্ট। টুর্নামেন্টের ফাইনাল ২৯ অগস্ট।
We are super excited to have Indian legend @JhulanG10 as part of the WCPL in 2024. She will be working as a mentor with TKR. Here she is talking about this year’s WCPL! #WCPL #MassyWCPL #WCPL24 #CPL24 #CricketPlayedLouder #BiggestPartyInSport pic.twitter.com/Gw6aLxUHle
— CPL T20 (@CPL) July 12, 2024