
কলকাতা: সচিন তেন্ডুলকরকে, জাক ক্যালিসকে ছাপিয়ে রেকর্ড গড়লেন জো রুট। ২০ জুন ঘরের মাঠে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড, ভারতের বিরুদ্ধে। তার আগেই জিম্বাবোয়ের সঙ্গে এক টেস্টের সিরিজে খেলছে ইংল্যান্ড। এই টেস্টের মধ্যে দিয়েই প্রস্তুতি সারছেন রুট, অলি পোপরা। ম্যাচে নেমে প্রথম দিনেই রান আর রেকর্ডের পাহাড় গড়ল ইংল্যান্ড। প্রথম দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ৪৯৮ রান বোর্ডে তোলে ইংলিশ টিম। ব্য়াট করতে নেমে প্রথম ইনিংসেই তিনটি সেঞ্চুরি এসেছে ইংল্যান্ডের ব্যাটারদের থেকে। প্রথমে দুই ওপেনার জ্যাক ক্রলি, বেন ডাকেট এবং তারপর অলি পোপ, যিনি ১৬৯ রানে অপরাজিত। এই ম্যাচেই হয়েছে মোট তিনটি রেকর্ড।
প্রথমটি জো রুটের। টেস্টে দ্রুততম ১৩০০০ রান করে ফেললেন রুট। টেস্ট কেরিয়ারের ১৫৩তম ম্যাচ খেলতে নেমেছিলেন। টেস্টে নামলে যেন দানব হয়ে ওঠেন রুট। চলতি টেস্টের প্রথম ইনিংসে অবশ্য খুব বেশি রান করতে পারেননি। তবে এই ম্য়াচে ৪৪ বলে ৩৪ রান করে রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। মোট ১৫৩ ম্যাচ খেলে ২৭৯ ইনিংস খেলে ১৩০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন জো রুট।
এক ঝলকে দেখে নিন দ্রুততম ১৩০০০ রান করা ক্রিকেটারদের তালিকা (ম্যাচের নিরিখে)
দ্বিতীয়টি দলগত। প্রথম দিনে নেমে ৪৯৮ রান করে ৯০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছেন বাজবোলাররা। ১৯৩৫ সালে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্টের প্রথম দিন ৪৭৫ রান করেছিল অস্ট্রেলিয়া। এতদিন অক্ষত ছিল সেই রেকর্ড। জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে নেমে সেই রেকর্ড ভেঙে দিল ইংল্য়ান্ড। ইংল্যান্ডের মাটিতে টেস্টের প্রথম দিন সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়লেন রুটরা।
টেস্টের প্রথম দিনেই করা সর্বকালের সবচেয়ে বেশি রানের রেকর্ডও তাদের ঝুলিতে। ২০২২ সালে পাকিস্তানের বিরুদ্ধে একটি টেস্টের প্রথম দিনেই ৫০৬ রান করে রেকর্ড গড়েছিল ইংল্যান্ড। এর পাশাপাশি টেস্টে একদিনে করা সর্বোচ্চ রানের রেকর্ডও করেছিল তারা। ১৯৩৬ সালে ভারতের বিরুদ্ধে একটি টেস্টের দ্বিতায় দিনে ৫৮৮ রান করে রেকর্ড গড়েছিল ইংল্যান্ড।
তৃতীয় রেকর্ডটি গড়েছেন ইংল্য়ান্ডের ব্য়াটার অলি পোপ। ব্য়াট করতে নেমে ১৬৩ বলে ১৬৯ রান করে অপরাজিত রয়েছেন পোপ। টেস্টে মোট আটটি সেঞ্চুরি এল তাঁর ব্যাট থেকে। আটটি টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে। এই আটটি সেঞ্চুরি করে অ্যালিস্টার কুক এবং ইয়ান বেলের একই তালিকায় ঢুকে পড়লেন তিনি। সর্বোচ্চ নয় দেশের বিরুদ্ধে সেঞ্চুরি রেকর্ড রয়েছে বিভিন্ন ব্যাটারদের। তবে সেই তালিকায় কোনও ইংল্য়ান্ডের খেলোয়াড়ের নাম নেই। সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাসেজে সেঞ্চুরি করে ফেললে ৯ ভিন্ন দেশের বিরুদ্ধে সেঞ্চুরি করা প্রথম ইংল্য়ান্ডের ব্যাটার হয়ে উঠবেন তিনি।