AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ashes Series: বাউন্সারে নিজের ফিটনেস বোঝালেন স্টোকস

নেট সেশনে জো রুটকে (Joe Root) বাউন্সার দিলেন বেন স্টোকস। ওই ডেলিভারি সোজা এসে লাগে রুটের হেলমেটে। যদিও বড়সড় কোনও আঘাত পাননি ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। কিন্তু বেন স্টোকস বুঝিয়ে দিলেন, হাঁটুর চোটে তিনি মোটেও কাবু নন। ব্রিসবেন টেস্টে হাঁটুতে চোট পাওয়ার পর ১৪ ওভার বোলিং করেন স্টোকস। তবে একটাও উইকেট পাননি। মানসিক স্বাস্থ্যের কারণে দীর্ঘ কয়েক মাস ম্যাচের মধ্যে ছিলেন না ইংল্যান্ডের অলরাউন্ডার।

Ashes Series: বাউন্সারে নিজের ফিটনেস বোঝালেন স্টোকস
বেন স্টোকস। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Dec 14, 2021 | 3:46 PM
Share

অ্যাডিলেড: বৃহস্পতিবার থেকে অ্যাডিলেডে (Adelaide) শুরু অ্যাসেজের (Ashes) দ্বিতীয় টেস্ট। দিন-রাতের টেস্ট ঘিরে পারদ চড়তে শুরু করে দিয়েছে। ব্রিসবেন (Brisbane) টেস্ট হেরে যাওয়ায় অ্যাডিলেডে সমতা ফেরাতে মরিয়া জো রুটরা। প্রশ্ন উঠেছে বেন স্টোকসের (Ben Stokes) ফর্ম নিয়ে। ব্রিসবেন টেস্টে হাঁটুতে চোট পান ইংল্যান্ডের অলরাউন্ডার। গোলাপি টেস্টে তাঁকে রাখা হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। তবে নেট সেশনে বেন স্টোকস বুঝিয়ে দিলেন তিনি কতটা ফিট এবং দিন-রাতের টেস্টে মাঠে নামার জন্য কতটা তৈরি।

নেট সেশনে জো রুটকে (Joe Root) বাউন্সার দিলেন বেন স্টোকস। ওই ডেলিভারি সোজা এসে লাগে রুটের হেলমেটে। যদিও বড়সড় কোনও আঘাত পাননি ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। কিন্তু বেন স্টোকস বুঝিয়ে দিলেন, হাঁটুর চোটে তিনি মোটেও কাবু নন। ব্রিসবেন টেস্টে হাঁটুতে চোট পাওয়ার পর ১৪ ওভার বোলিং করেন স্টোকস। তবে একটাও উইকেট পাননি। মানসিক স্বাস্থ্যের কারণে দীর্ঘ কয়েক মাস ম্যাচের মধ্যে ছিলেন না ইংল্যান্ডের অলরাউন্ডার। আঙুলের চোট সারাতে রিহ্যাবেও ছিলেন। জুলাইয়ের পর মাঠে ফিরে অবশ্য চেনা ছন্দে দেখা যায়নি স্টোকসকে। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও ব্যর্থ হয়েছেন।

যদিও ইংল্যান্ডের অলরাউন্ডার দীর্ঘ বিশ্রামকে অজুহাত হিসেবে মানতে নারাজ। তিনি বলেন, ‘একটা ক্যাচ আর কয়েকটা নো বল ছাড়া এমন কিছু আমি করিনি। তবে একটা পজিটিভ দিক, এর চেয়ে খারাপ কিছু আর হতে পারে না। হাঁটুতে চোট পাওয়ার পর অনেকেই আমার দিকে আঙুল তুলছে। তবে আমি তাদের আশ্বস্ত করতে পারি, আমি ঠিক আছি। পুরনো একটা চোট মাথাচাড়া দিয়েছে। তবে আমি সেটাকে সামলে নিতে পারব। কার্টিলেজের আশেপাশে একটু অস্বস্তি হয় ঠিকই। তবে খেলতে কোনও অসুবিধে হবে না।’

আরও পড়ুন: India vs South Africa: দক্ষিণ আফ্রিকায় একদিনের কোয়ারান্টিন বিরাটদের