Joe Root: ভাইজ্যাগে আচমকা বিরাট চাপে ইংল্যান্ড, চোটে মাঠ ছাড়লেন জো রুট

Feb 04, 2024 | 3:28 PM

India vs England, 2nd Test: বিশাখাপত্তনম টেস্টের তৃতীয় দিনের দুটো সেশনের খেলা হয়ে গিয়েছে। চা বিরতি অবধি ৬ উইকেট হারিয়ে ২২৭ রান স্কোরবোর্ডে তুলেছে টিম ইন্ডিয়া। ৬ রানে অপরাজিত রয়েছেন ভারতের উইকেট কিপার ব্যাটার কেএস ভরত এবং ১ রানে অপরাজিত রয়েছেন টিম ইন্ডিয়ার সিনিয়র অল রাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন।

Joe Root: ভাইজ্যাগে আচমকা বিরাট চাপে ইংল্যান্ড, চোটে মাঠ ছাড়লেন জো রুট
ভাইজ্যাগে আচমকা বিরাট চাপে ইংল্যান্ড, চোটে মাঠ ছাড়লেন জো রুট
Image Credit source: X

Follow Us

কলকাতা: বিশাখাপত্তনম টেস্টের তৃতীয় দিন হঠাৎই বিরাট চাপে ইংল্যান্ড শিবির। চোটের কারণে মাঠ ছেড়েছেন ইংল্যান্ডের (England) প্রাক্তন অধিনায়ক জো রুট (Joe Root)। হায়দরাবাদ টেস্টে (Test) ব্যাট হাতে তিনি জ্বলে উঠতে পারেননি। কিন্তু বল হাতে সফল হয়েছিলেন। দুই ইনিংস মিলিয়ে তিনি ৫টি উইকেট নিয়েছিলেন। বিশাখাপত্তনমেও যে রুটকে বোলিংয়ের বাড়তি দায়িত্ব নিতে হবে তেমনটা জানিয়ে রেখেছিলেন ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস। কিন্তু আঙুলে চোট পাওয়ায় ভাইজ্যাগ টেস্টের তৃতীয় দিন আচমকা মাঠ ছাড়তে বাধ্য হন জো রুট।

হঠাৎ করেই জানা যায় ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন ফিল্ডিং করছেন না জো রুট। ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জো রুটের চোটের ব্যাপারে এক বিবৃতিতে জানানো হয়েছে। স্লিপে দাঁড়িয়ে শুভমন গিলের ক্যাচ তালুবন্দি করার চেষ্টা করতে গিয়ে আঙুলে চোট লাগে জো রুটের। সেই সময় ভারতের দ্বিতীয় ইনিংসের ১৮তম ওভারের খেলা চলছিল। ক্যাচ ধরতে পারেননি রুট এবং সেটি বাউন্ডারিতে পৌঁছায়। ওই সময় ডান হাতের কনিষ্ঠা আঙুলে চোট লাগে রুটের।

ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট বিবৃতিতে জানিয়েছে, তৃতীয় দিনের প্রথম সেশনে স্লিপে ক্যাচ ধরার চেষ্টা করেছিলেন জো রুট। সেই সময় তাঁর ডান হাতের কনিষ্ঠা আঙুলে চোট হয়। ইংল্যান্ডের মেডিকেল টিম তাঁর চিকিৎসার জন্য তাঁকে আপাতত মাঠের বাইরে রাখবে। এবং তাঁকে বরফ দেওয়া হচ্ছে। আপাতত তিনি কখন মাঠে ফিরবেন, তার কোনও ইঙ্গিত নেই।

এই টেস্ট সিরিজে আপাতত রানের মধ্যে নেই জো রুট। হায়দরাবাদে তিনি দুই ইনিংসে করেছিলেন ২৯ ও ২ রান। আর বিশাখাপত্তনমে ইংল্যান্ডের প্রথম ইনিংসে তিনি করেন মাত্র ৫ রান। এ বার দেখার ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাটিংয়ে নামতে পারেন কিনা। অন্যদিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া। চা বিরতি অবধি ভারত ৪ উইকেট হারিয়ে তুলেছে ২২৭ রান। ক্রিজে কেএস ভরত (৬*) ও রবিচন্দ্রন অশ্বিন (১*)।

Next Article