England Cricket : বিশ্বকাপ স্কোয়াডে নেই, তবু ভারতে আসবেন জোফ্রা আর্চার!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 18, 2023 | 8:21 AM

জোফ্রা কবে সুস্থ হয়ে উঠবেন তার জন্য অপেক্ষা করার মতো সময় আর নেই। বলছেন ইংল্য়ান্ডের নির্বাচকমণ্ডলী।

England Cricket : বিশ্বকাপ স্কোয়াডে নেই, তবু ভারতে আসবেন জোফ্রা আর্চার!

Follow Us

লন্ডন : ইংল্যান্ডের ঘোষিত প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি জোফ্রা আর্চারের (Jofra Archar)। ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বাধিক উইকেটশিকারীকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করেছে ইসিবি। কারণটা মূলত চোট। পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় তাঁকে বিশ্বকাপ স্কোয়াডে রাখেনি ইসিবি (ECB)। অথচ এই আর্চারকে পেতে মরিয়া ছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সীমিত ওভারে ইংল্যান্ডের কোচ ম্যাথু মট জানিয়েছিলেন, বেন স্টোকসের পাশাপাশি তাঁরা আর্চারকেও দলে পেতে আত্মবিশ্বাসী। অবসর ভেঙে স্টোকস দলে ফিরেছেন। কিন্তু চোটের কবল থেকে এখনও মুক্ত হতে না পারায় জায়গা হয়নি আর্চারের। তবে ইংরেজ পেসারকে নিয়েই ভারত সফরে আসবেন জস বাটলাররা। বিশ্বকাপে (ICC Cricket World Cup 2023) তাঁকে পাওয়ার আশা একেবারেই ছাড়তে রাজি নয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

কবে সুস্থ হয়ে উঠবেন তার জন্য অপেক্ষা করার মতো সময় আর নেই। বলছেন ইংল্য়ান্ডের নির্বাচকমণ্ডলী। মূল স্কোয়াডে তাঁকে না রাখা হলেও বিশ্বকাপ দলের সঙ্গে ভারতে আসবেন জোফ্রা। এই বিষয়ে নির্বাচক লুক রাইট বলেছেন, “চোট খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু আমাদের হাতেও বেশি সময় নেই। আর্চারকে নিয়ে আমাদের অনেক প্রত্যাশা ছিল। তাঁকে পাওয়ার জন্য মরিয়া ছিলাম এতে সন্দেহ নেই। কিন্তু ওর দ্রুত সেরে ওঠার সম্ভাবনা নেই। বিশেষ করে বিশ্বকাপের প্রথমার্ধে। ওর প্রতিও আমাদের দায়িত্ব রয়েছে। কারণ দলের জন্য ও সম্পদ। ইচ্ছে থাকলেও শুরু থেকে তাঁকে না পাওয়াটা দুর্ভাগ্যজনক। ওকে বিশ্বকাপের দ্বিতীয় অংশের জন্য তৈরি করতে চাইছি।”

২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তন করা যেতে পারে। জোফ্রার জায়গায় আপাতত কোনও ফরম্যাটেই ইংল্যান্ডের হয়ে অভিষেক না হওয়া গাস অ্যাটকিনসনকে দলে রেখেছে ইসিবি। ট্রফি ধরে রাখতে হলে জোফ্রার মতো বোলারের প্রয়োজনীয়তা প্রবল অনুভব করবে ইংল্যান্ড ক্রিকেট টিম।

Next Article