চোট সারিয়ে ২২ গজে ফিরলেন জোফ্রা আর্চার

May 14, 2021 | 2:02 PM

ইংল্যান্ডের ঘরোয়া কাউন্টি ক্রিকেটে কেন্টের (Kent) বিরুদ্ধে তিনি খেললেন সাসেক্সের (Sussex) হয়ে।

চোট সারিয়ে ২২ গজে ফিরলেন জোফ্রা আর্চার
সৌজন্যে-জোফ্রা আর্চার টুইটার

Follow Us

লন্ডন: ভারতের (India) বিরুদ্ধে টি-২০ সিরিজ চলাকালীন, কুনুইতে চোট পান ইংল্যান্ডের (England) তারকা পেসার জোফ্রা আর্চার (Jofra Archer)। যার জেরে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও খেলা হয়নি। দেশে ফিরে অস্ত্রোপচার করান। তার পর বাড়িতে অ্যাকোরিয়াম পরিস্কার করতে গিয়ে হাতে কাঁচ ঢুকে যায়। তার জন্যও ফের অস্ত্রোপচার হয়। চোটের কারণেই আইপিএলেও (IPL) অংশ নিতে পারেননি। তবে অবশেষে চোট সারিয়ে বৃহস্পতিবার ফিরলেন ২২ গজে। ইংল্যান্ডের ঘরোয়া কাউন্টি ক্রিকেটে কেন্টের (Kent) বিরুদ্ধে তিনি খেললেন সাসেক্সের (Sussex) হয়ে।

চোট সারিয়ে মাঠে ফেরার পর, আর্চার আশা করছেন আগামী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি টেস্টে খেলতে পারবেন। আর্চার বলেছেন, “আমার ফিটনেস ঠিক আছে। আমি মনে করছি আমি ঠিক মতোই বোলিং করেছি। আমি গত সপ্তাহে দ্বিতীয় দলে খেলেছি। কিছুটা আত্মবিশ্বাস পেয়েছি, আমি ভালোই অনুভব করছি।”

সাসেক্সের হয়ে প্রথম ম্যাচে আর্চার পেয়েছেন দুটি উইকেট। প্রথমে আর্চার কেন্টের ওপেনার ড্যানিয়েল বেল ড্রামন্ডকে সাজঘরে ফেরান। দ্বিতীয় উইকেট হিসেবে আর্চারের ঝুলিতে এসেছে ইংল্যান্ড দলে তাঁর সতীর্থ জ্যাক ক্রলির উইকেট।

আরও পড়ুন: ‘বিন্দাস টিমের জন্য গর্বিত’ শাস্ত্রী

 

Next Article