India vs England 2021: সিরিজের বাকি দুই টেস্টে নেই জস বাটলার
বাটলারের স্ত্রী লুইস সন্তানসম্ভবা। তাঁর পাশে থাকতেই বিরাটদের বিরুদ্ধে শেষ দুটি টেস্টে তিনি খেলবেন না।
লিডস: ওভাল টেস্টে (Oval Test) জো রুটদের (Joe Root) সঙ্গে খেলবেন না ইংল্যান্ডের (England) উইকেটকিপার-ব্যাটসম্যান জস বাটলার (Jos Buttler)। হেডিংলেতে (Headingley) তৃতীয় টেস্টে (3rd Test) জিতে সিরিজে সমতা ফিরিয়েছে রুটের ইংল্যান্ড। সেই জয়ের রেশ কাটেনি এখনও। তবে ইংল্যান্ডের ক্যাপ্টেন রুট কিন্তু উইনিং টিম পাচ্ছেন না সিরিজের বাকি দুটি টেস্টে। ভারত-ইংল্যান্ড (India vs England) সিরিজের বাকি দুটি টেস্টে নেই জস বাটলার। তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। স্ত্রীর পাশে থাকতেই বাটলারের এই সিদ্ধান্ত। ইতিমধ্যেই, চতুর্থ টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। সেখানে বাটলারের পরিবর্ত হিসেবে স্যাম বিলিংসকে (Sam Billings) নেওয়া হয়েছে।
Welcome back, @chriswoakes ?#ENGvIND
— England Cricket (@englandcricket) August 29, 2021
বাটলারের স্ত্রী লুইস সন্তানসম্ভবা। তাঁর পাশে থাকতেই বিরাটদের বিরুদ্ধে শেষ দুটি টেস্টে তিনি খেলবেন না। বাটলার ও লুইস দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। সেই কারণেই ইতিমধ্যেই বাটলার জানিয়ে দিয়েছিলেন আইপিএলের দ্বিতীয় পর্বে তিনি খেলবেন না। কারণ আইপিএল খেলতে গেলে তাঁকে জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে। সেখান থেকে মাঝপথে তিনি দেশেও ফিরতে পারবেন না। আর আইপিএল শেষ হওয়ার পরই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে টানা দু’মাস জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে তাঁকে। এই পরিস্থিতিতে আইপিএল-১৪-র দ্বিতীয় পর্ব থেকে সরে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের উইকেটকিপার।
Chris Woakes makes a return to the England squad for the fourth #ENGvIND Test.
Sam Billings has been added as a replacement for Jos Buttler, who will miss the Test for the birth of his second child. pic.twitter.com/3mVPEUqrKB
— ICC (@ICC) August 29, 2021
রুটদের শিবিরে জস বাটলারের পরিবর্তে স্যাম বিলিংসকে নেওয়া হয়েছে। দলে ফিরেছেন ক্রিস ওকস (Chris Woakes)। দ্বিতীয় টেস্টে কাঁধে চোট পেয়ে তৃতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন মার্ক উড। সেই চোট সারিয়ে ফিট হচ্ছেন উড। হেডিংলেতে শেষ দিন তিনি বোলিং অনুশীলনও করেছেন। ফলে তাঁকেও স্কোয়াডে রেখেছেন রুটদের কোচ সিলভারউড। বৃহস্পতিবার থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। সিরিজে কারা এগিয়ে যায় সেদিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
আরও পড়ুন: