পারথ টেস্টে খেলেছিলেন। অ্যাডিলেড টেস্টের আগে চোট। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগেও তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন ছিল। পারথ টেস্টের আগে ফিট হয়ে ওঠেন। দুর্দান্ত বোলিংও করেছিলেন। কিন্তু এক ম্যাচ খেলেই ফের চোট। গোলাপি টেস্টে ছিটকে গিয়েছিলেন জশ হ্যাজলউড। তাঁর পরিবর্তে একাদশে অটোমেটিক চয়েস হিসেবে ঢুকেছিলেন স্কট বোল্যান্ড। ভালো পারফর্ম করেন। কিন্ত ব্রিসবেন টেস্টের আগে অজি শিবির জানায়, হ্যাজলউড ফিট এবং ফিরছেন। এ বার যেন প্রশ্ন, পুরো সিরিজ থেকে ছিটকে গেলেন না তো!
ম্যাচের চতুর্থ দিন মাত্র এক ওভার বোলিং করেন জশ হ্যাজলউড। এরপরই মাঠ ছাড়েন। এর সঙ্গে একঝাঁক প্রশ্ন অজি শিবিরে। এই টেস্টে আর নামবেন তো! সেটা হয়তো প্রয়োজন পড়বে না। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, মিচেল মার্শ। পেস বোলিংয়ে তিন বিকল্প রয়েছে। সঙ্গে স্পিনার নাথান লিয়ঁ। পার্টটাইম স্পিনার ট্রাভিস হেড। প্রশ্ন হচ্ছে পরের টেস্টে ফিরবেন তো জশ!
অজি টিম সূত্রের খবর, পেশীতে চোট হ্যাজলউডের। স্ক্যানের জন্য পাঠানো হয়েছে। এরপরই বোঝা যাবে তাঁর চোট কতটা গুরুতর। সবচেয়ে বেশি যে প্রশ্নটা জোরালো হচ্ছে, তাঁকে তাড়াহুড়ো করে এই টেস্টে ফেরানো কি জরুরি ছিল? গোলাপি টেস্টে দুর্দান্ত বোলিং করেছিলেন স্কট বোল্যান্ড। এই টেস্টেও তাঁকে খেলিয়ে জশকে আরও একটু সময় দেওয়া যেত। আপাতত চিন্তায় অজি শিবির।