Pakistan Cricket: পাক ক্রিকেটারের কুরবানির ছাগল চুরি বাড়ির সামনে থেকে

আন্তর্জাতিক ক্রিকেটে অতি পরিচিত নাম পাকিস্তানের কামরান আকমল।

Pakistan Cricket: পাক ক্রিকেটারের কুরবানির ছাগল চুরি বাড়ির সামনে থেকে
Image Credit source: TWITTER

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 09, 2022 | 6:31 PM

 

লাহোর: ক্রিকেট মাঠে অনেক সমস্যা সামলেছেন। কিন্তু এমন পরিস্থিতির সামনে পড়তে হবে ভাবেননি পাকিস্তানের ক্রিকেটার। পারফরম্য়ান্স হোক বা ম্যাচ ফিক্সিং, কিংবা সোশ্যাল মিডিয়ায় বেফাঁস মন্তব্য। বিভিন্ন কারণে খবরের শিরানামে এসেছেন কামরান আকমল। খবর তাঁর পিছু ছাড়ছে না। এবারও শিরোনামে তিনি। ক্রিকেটিয় কারণ কিংবা গড়াপেটা নয়। কিংবা সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের জেরেও নয়। একটি অপ্রত্যাশিত ঘটনা। কুরবানির জন্য ছাগল কিনেছিলেন। লাহোরে তাঁর বাড়ির সামনেই বাঁধা ছিল। ছাগল চুরি গিয়েছে। লাহোরের হাউসিং সোস্যাইটি থেকে এমন ঘটনা অবাক করার মতোই। পাকিস্তানের একটি জনপ্রিয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কামরানের আকমলের বাবা দাবি করেছেন, আধডজন ছাগল কেনা হয়েছিল কুরবানির জন্য। বাড়ির বাইরে বাঁধা ছিল সেগুলি। দেখাশোনার জন্য এক পরিচারককে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপরও ছাগুল চুরি গিয়েছে। ভোর তিনটে নাগাদ এই ঘটনা হয়েছে বলে জানিয়েছেন কামরানের বাবা। সে সময়, পরিচারক ঘুমিয়ে পড়েছিলেন বলে দাবি।

কামরান আকমলের বাবা সংবাদমাধ্য়মে আরও বলেছেন, ‘৯০ হাজার দিয়ে কেনা হয়েছিল। সেরা ছাগলটিই চুরি গিয়েছে। তবে হাউসিং সোসাইটির তরফে আস্বস্ত করা হয়েছে, তারা বিষয়টির সুরাহা করবেন। চোর ধরা এবং ছাগল উদ্ধারের জন্য যথাযথ চেষ্টা করবে তারা।

আন্তর্জাতিক ক্রিকেটে অতি পরিচিত নাম পাকিস্তানের কামরান আকমল। দেশের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ক্রিকেট। ২০০২ সালে তাঁর ওডিআই ক্রিকেটে অভিষেক হয়। ১৫৭ টি ওডিআই খেলেছেন পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার। প্রায় ৮৪ স্ট্রাইকরেটে করেছেন ৩২৩৬ রান। রয়েছে পাঁচটি শতরান এবং ১০টি অর্ধশতরানের ইনিংস। ২০০২ সালে টেস্ট অভিষেক হয় তাঁর। কেরিয়ারে ৫৩ টি টেস্ট খেলেছেন। কেরিয়ার টেস্ট রান ২৬৪৮। আধ ডজন শতরান রয়েছে। টি ২০ তে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০০৬ সালে। ৫৮ টি আন্তর্জাতিক টি ২০ ম্য়াচে প্রায় হাজার রান। কিছুদিন আগে জাতীয় নির্বাচকদের সমালোচনা করে শিরোনামে এসেছিলেন কামরান। এবার ছাগল চুরি যাওয়ায়।