নয়াদিল্লি : কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। চোট না মনের জোর, জিতবে কে? চলতি বছরের মার্চ মাস থেকে মাঠের বাইরে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। ভারতে আইপিএল খেলতে এসে হাঁটুতে মারাত্মক চোট পেয়েছিলেন উইলিয়ামসন। ওই চোটের কারণে পুরো আইপিএল থেকে ছিটকে যান তিনি। তারপর জানা গিয়েছিল, এ বারের বিশ্বকাপে (Cricket World Cup 2023) তাঁকে ছাড়াই ভারতে খেলতে আসবে নিউজিল্যান্ড। যা ব্ল্যাকক্যাপসদের জন্য বড়সড় ধাক্কা ছিল। এ বার কিউয়ি দলের জন্য সুখবর। উইলিয়ামসন জোরকদমে ২২ গজে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে বিশ্বকাপে খেলতে পারেন। কেন নিজেও বিশ্বকাপে খেলার আশায় রয়েছেন। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কেন উইলিয়ামসন তাঁর রিহ্যাব পর্ব নিয়ে কী বলেছেন?
হাঁটুর অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন কেন উইলিয়ামসন। তিনি জানান, এই মুহূর্তে সপ্তাহ ধরে ধরে এগোতে চাইছেন। তাঁর কথায়, এর আগে এমন দীর্ঘমেয়াদি চোটে তিনি পড়েননি। তাই তিনি এই রকম চোটে পড়া অ্যাথলিটদের সঙ্গে যোগাযোগ করেছেন। গুরুতর চোট সারিয়ে ওঠার পথটা সহজ নয়। এ কথা উপলব্ধি করেছেন কেন উইলিয়ামসন। তাই তিনি বলেন, এক সপ্তাহ করে ছোট ছোট লক্ষ্য সামনে রেখে এগিয়ে যাওয়ার তত্ত্বে বিশ্বাসী তিনি। এবং সেই লক্ষ্যে সফল হলে তা মানসিক শান্তিও দেয়। কিউয়ি নেতার কথায়, সব বাধা পেরিয়ে যাওয়ার জন্য মনের জোর রাখতে হবে।
“To have a focus and see some of those steps and tick some of those off keeps you quite motivated”
Hear from Kane Williamson about his rehabilitation progress since injuring his knee in March. pic.twitter.com/le1mjneu2h
— BLACKCAPS (@BLACKCAPS) June 26, 2023
নিউজিল্যান্ডের টুইটারে কেন উইলিয়ামসনের এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে একেবারে বেসিক থেকে শুরু করেছেন তিনি। কেন নিজেও জানান, মানসিক অবস্থা ঠিকঠাক রাখার জন্য রুটিনে কিছু পরিবর্তন আনতেই হবে। তাই দলের বাকিরা যারা অনুশীলন করছে তাঁদের সঙ্গে জিমে যাওয়া, ফিজিওর সঙ্গে সময় কাটানো এবং ফিরে আসার প্রক্রিয়াটা তিনি উপভোগ করছেন। তবে কিউয়ি ক্যাপ্টেন এও জানান যে, তিনি নেটে ফিরতে বিরাট আগ্রহী। এ বার দেখার চলতি বছরের ওডিআই বিশ্বকাপের আগে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন কিনা।