Kane Williamson: ছক্কা বাঁচাতে গিয়ে হাঁটুতে চোট, আইপিএল থেকে ছিটকে যাবেন উইলিয়ামসন?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Apr 01, 2023 | 4:19 PM

IPL 2023: ২০২৩ আইপিএলের গোটা মরসুম থেকেই কেন উইলিয়ামসনের ছিটকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Kane Williamson: ছক্কা বাঁচাতে গিয়ে হাঁটুতে চোট, আইপিএল থেকে ছিটকে যাবেন উইলিয়ামসন?
Image Credit source: Twitter

Follow Us

আমেদাবাদ: দীর্ঘদিন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। ২০২৩ আইপিএলে জার্সি পাল্টে ফেলেছিলেন। কিন্তু গুজরাট টাইটান্সের হয়ে ১৬তম আইপিএলের অভিযানটা মোটেও সুখের হল না কেন উইলিয়ামসনের (Kane Williamson)। ফিল্ডিং করতে গিয়ে অভিজ্ঞ কিউয়ি ক্রিকেটার হাঁটুতে চোট পেয়েছেন। চেন্নাই সুপার কিংসের ব্যাটিংয়ের সময় একটি নিশ্চিত ছয় বাঁচাতে গিয়েছিলেন তিনি। তখনই পড়ে গিয়ে হাঁটুতে চোট পান। এরপর খেলা চালিয়ে যেতে পারেননি। মাঠের বাইরে যেতে দু তিনজনের সাহায্য নিতে হয়। ২০২৩ আইপিএলের (IPL 2023) গোটা মরসুম থেকেই তাঁর ছিটকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বেশ কিছু সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হাঁটুর চোটের কারণে আর খেলতে পারবেন না কিউয়ি ব্যাটার। ঘরের মাঠে সিএসকে-কে হারিয়ে দারুণভাবে আইপিএল অভিযান শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। উইলিয়ামসনের চোট গুজরাটের জয় উদযাপনে বড়সড় ধাক্কা দিয়েছে।

ঘটনাটি চেন্নাইয়ের ইনিংসের ১৩তম ওভারে। ডিপ স্কয়্যারে দাঁড়িয়ে ঋতুরাজ গায়কোয়াড়ের হাঁকানো নিশ্চিত ছয় বাঁচাতে গিয়ে পড়ে যান। ছয় বাঁচালেও চার রান হয়ে যায়। দুটি রান বাঁচালেও বেকায়দায় পড়ে গিয়েছেন উইলিয়ামসন। সঙ্গে সঙ্গে মাঠে দৌড়ে আসেন ফিজিও। তাঁকে দ্রুত মাঠ থেকে বাইরে নিয়ে যাওয়া হয়। তাঁর পরিবর্তে মাঠে নামেন সাই সুদর্শন। গুজরাটের কোচ গ্যারি কার্স্টেন সম্প্রচারকারী চ্যানেলকে বলেন, “লক্ষণ ভালো নয়। ফিজিওরা দেখছেন। আশা করছি দ্রুত ঠিক হয়ে যাবে। বাঁ পায়ের হাঁটুতে চোট লেগেছে।” কেন উইলিয়ামসন আইপিএল থেকে ছিটকে গেলে নিউজিল্যান্ডের উদ্বেগ বাড়বে। ওডিআই বিশ্বকাপের বছরে হাঁটুর চোট মোটেও ভালো খবর নয়।

২০২৩ সালের আইপিএলের জন্য নিলামে ২ কোটি টাকা দিয়ে উইলিয়ামসনকে দলে নিয়েছিল গুজরাট টাইটান্স। দলের ব্যাটিং বিভাগের জন্য গুরুত্বপূর্ণ ছিলেন কিউয়ি অধিনায়ক। গুজরাটের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো হলেও চলতি আইপিএলে উইলিয়ামসন আর খেলতে পারবেন না বলেই মনে করা হচ্ছে।

Next Article