Kane Williamson: আইপিএল খেলতে গিয়ে বিপত্তি, বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছেন উইলিয়ামসন!
উইলিয়ামসনের হাঁটুর স্ক্যান রিপোর্ট দেখার পর তিন সপ্তাহের মধ্যে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অস্ত্রোপচার হলে সেরে উঠতে সময় লাগবে অনেকটাই।
নয়াদিল্লি: ওডিআই বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) বছরে আইপিএল খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছেন কেন উইলিয়ামসন (Kane Williamson)। চোটের গভীরতা এতটাই যে ২০২৩ আইপিএলের মরসুমটাই শেষ হয়ে গিয়েছে কিউয়ি অধিনায়কের। অভিজ্ঞ ক্রিকেটার ছিটকে যাওয়ায় স্বাভাবিকভাবেই সমস্যায় গুজরাট জায়ান্টস। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (New Zealand Cricket Board)। উইলিয়ামসনের হাঁটুর স্ক্যান রিপোর্ট দেখার পর তিন সপ্তাহের মধ্যে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অস্ত্রোপচার হওয়ার পর সেরে উঠতে সময় লাগবে অনেকগুলো দিন। ভারতের মাটিতে অক্টোবর-নভেম্বর মাসে ওডিআই বিশ্বকাপ। ততদিনেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা দেখছেন না চিকিৎসকরা। অতএব ওডিআই বিশ্বকাপে দলের এক তারকা ব্যাটারের সার্ভিস পাবে না কিউয়ি টিম। উইলিয়ামসনের চোট নিউজিল্যান্ড ক্রিকেটে টিমকে বিপাকে ফেলে দিয়েছে। বিস্তারিত রইল TV9 Bangla-র এই প্রতিবেদনে।
শুধুমাত্র একজন ভালো মানের ব্যাটারই নন, উইলিয়ামসন নিউজিল্যান্ড টিমে অধিনায়ক। নিউজিল্যান্ডের হেড কোচ হ্যারি স্টিড বলেছেন,’উইলিয়ামসনের চোট বিশ্বকাপের প্রস্তুতিতে বড় ধাক্কা দিয়েছে। তবে আশা ছাড়ছি না। আমরা শুধু এর কথা ভাবছি। এই সময়টা কতটা কঠিন।’ বিশ্বকাপে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ। তবে আশাহত না হয়ে অন্যভাবে দলকে সাহায্য করার কথা এখনও ভেবে রেখেছেন কেন। বলেছেন, “কীভাবে গ্যারি এবং টিমকে সাহায্য করতে পারি দেখছি।” তাঁর অনুপস্থিতিতে ভারতের মাটিতে কিউয়িদের নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন টম ল্যাথাম।
Painful to see Kane Williamson in this situation!
Wishing him a speedy recovery. pic.twitter.com/cngFRlQiyg
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 4, 2023
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২০২৩ আইপিএলের প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন কেন। ইনিংসের ১৩তম ওভারে ঋতুরাজ গায়কোয়াড়ের হাঁকানো নিশ্চিত ছয় বাঁচাতে গিয়ে পড়ে যান। দুটি রান বাঁচালেও হাঁটুতে গুরুতর চোট পান তিনি। সঙ্গে সঙ্গে মাঠে দৌড়ে আসেন ফিজিও। তাঁকে দ্রুত মাঠ থেকে বাইরে নিয়ে যাওয়া হয়। নিউজিল্যান্ড ফিরে যাওয়ার সময় বিমানবন্দরে ক্রাচ হাতে হাঁটতে দেখা গিয়েছে উইলিয়াসনকে।