নয়াদিল্লি: অত্যন্ত ‘দুর্বল’ মনোভাবই টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতের (India) পর পর দুটো ম্যাচ হারের অন্যতম কারণ। আর কেউ নন, এমনই বলছেন ১৯৮৩ সালের ওয়ান ডে বিশ্বকাপজয়ী ভারতীয় টিমের ক্যাপ্টেন কপিল দেব (Kapil Dev)। পাশাপাশি তাঁর পরামর্শ, কোচ রবি শাস্ত্রী ও মেন্টর মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) উচিত ভারতীয় টিমের প্লেয়ারদের আবার তাতিয়ে তোলা।
কপিলের কথায়, ‘খুব দুর্বল একটা মনোভাব নিয়ে মাঠে নেমেছিল বিরাট কোহলির (Virat Kohli) মতো বড় প্লেয়াররা। আমরা খুব ভালো করে জানি, টিমের জন্য ম্য়াচ জেতার খিদে ওর মধ্যে আছে। কিন্তু টিমের শরীরীভাষা এবং ক্যাপ্টেনের ভাবনাচিন্তা যদি এমন হয়, তা হলে কিন্তু ড্রেসিংরুমে প্লেয়ারদের তাতিয়ে তোলা সম্ভব হয় না। আমি আমার ঘনিষ্ঠ বন্ধু রবি শাস্ত্রীর কাছে আবেদন করব যে, ও এবং ধোনি যেন টিমের মুষড়ে পড়া ছবিটাকে পাল্টানোর চেষ্টা করে। ধোনির কাজই হল প্লেয়ারদের সঙ্গে কথা বলে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা।’
৩ নভেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে নামবেন বিরাটরা। ওই ম্যাচে যদি বড় ব্যবধানে জিততে না পারে ভারত, তা হলে আর কোনও অঙ্কের দরকার পড়বে না। আর এখানেই কপিলের মনে হচ্ছে, নিজেদের ভবিষ্যতের জন্য অন্য টিমের ফলাফলের দিকে তাকিয়ে থাকা কখনওই ভালো নয়।
কপিলের যুক্তি, ‘অন্য কোনও টিমের পারফরম্যান্সের উপর আমাদের যোগ্যতা অর্জনের ব্যাপার নির্ভর করাটা কিন্তু সেটা কখনওই ভালো নয়। নিজেদের স্বপ্ন সফল করার জন্য এটা ভালো আইডিয়া হতে পারে না। সেমিফাইনালে উঠতে হলে নিজেদের যোগ্যতার উপরেই ভরসা রাখতে হবে।’
সেই সঙ্গে কপিল ইঙ্গিত দিয়েছেন, টিমের কিছু বড় প্লেয়ারদের দিকে বাড়তি নজর রাখতে হবে। তাঁরা পারফর্ম করতে না পারলে সামনের দিকে তাকাতে হবে ভারতকে। অর্থাৎ, তাঁদের বাদ দিয়ে এগোতে হবে। কপিলের সোজা কথা, ‘যখন ভারতীয় টিম ভালো পারফর্ম করে, তখন সবাই প্রশংসা করে। কিন্তু টিমের বেশ কিছু বড় নামের ক্ষেত্রে কিন্তু নির্বাচকদের নজর রাখতে হবে। যদি কোনও বড় প্লেয়ার রান না পায়, তাকে কিন্তু সমালোচনা সহ্য করতে হবে। আর সেই জায়গায় যদি কোনও তরুণ প্লেয়ার ভালো পারফর্ম করে, তাকে টিমে নিতে হবে।’
আরও পড়ুন: IPL 2022: হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স