
কলকাতা : সাফল্য নাকি ব্যর্থতা। কোনটার প্রভাব সবচেয়ে বেশি? এই নিয়ে তর্ক বহুদূর যেতে পারে। জীনের যে কোনও ক্ষেত্রে সাফল্যের প্রভাব হয়তো অনেকটাই বেশি। ব্যর্থতা ক্ষণিকের স্মৃতি। একটা ব্যর্থতার পর সাফল্যের মুখ, সমস্ত গ্লানি মুছে দিতে পারে। একটা সাফল্য কয়েক প্রজন্মকে স্বপ্ন দেখাতে পারে। লড়াই করতে শেখাতে পারে। ভারতীয় ক্রিকেটকে যে স্বপ্ন দেখিয়েছিল ১৯৮৩ সালের বিশ্বকাপ। আন্ডারডগ হিসেবে টুর্নামেন্টে নামা দলই হয়ে উঠেছিল সেরা। ভারতীয় দলের চেয়েও সেই দলকে কপিল দেবের দল, বেশি করে বলা হয়। কপিল দেবের টিম এবং লর্ডসের ব্যালকনিতে সেই আইকনিক ছবি। ভারতীয় ক্রিকেটকে স্বপ্ন দেখতে শিখিয়েছিল। আজ কপিল দেবের জন্মদিন। ভারতীয় ক্রিকেটের স্বপ্নের ‘দেব’। জন্মদিনে তাঁকে নিয়ে বিশেষ প্রতিবেদন TV9Bangla-র।
ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে ভারত দু’টি বিশ্বকাপ জিতেছে। কতবার ট্রফির খুব কাছ থেকে ফিরতে হয়েছে মনে আছে কি? হয়তো নেই। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের চোখে দু’টি দৃশ্য অমলিন হয়ে রয়েছে। প্রথমটি নিঃসন্দেহে লর্ডসের ব্য়ালকনিতে বিশ্বসেরার ট্রফি হাতে কপিল দেবের সেই হাসি মুখ। দ্বিতীয়টি, ওয়াংখেড়ে স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির সেই ছয়। ২৮ বছরের বিরতিতে দ্বিতীয় বার বিশ্ব জয়ের স্বাদ দিয়েছিল সেই ট্রফি। ক্রিকেট টিম গেম। কপিল দেব একা চ্যাম্পিয়ন করেছেন তা নয়। সতীর্থরা সাহস দেখিয়েছিলেন, সঙ্গ দিয়েছিলেন। তবে কপিল দেবের মতো একজন নেতা না থাকলে সেটা সম্ভব হত কি? তবে এটি শুধু মাত্র একটি বিশ্বকাপ জয় নয়। পরবর্তী প্রজন্মকে স্বপ্ন দেখানোর মুহূর্ত ছিল।
যত দিন ক্রিকেট থাকবে, ভারত খেলবে, কপিল দেবের নাম শীর্ষ সারিতে লেখা থাকবে। ভারতীয় ক্রিকেটের গর্ব কপিল দেবের জন্ম ১৯৫৯ সালে আজকের দিনে। কেরিয়ারে ১৩১ টেস্টে নিয়েছেন ৪৩৪ উইকেট, রান করেছেন ৫ হাজারের বেশি। ওয়ান ডে ফরম্য়াটে ২২৫ ম্যাচে ৩৭০০-র উপর রান এবং ২৫৩ উইকেট। প্রথম শ্রেনি এবং লিস্ট এ ক্রিকেটে ঝুরি ঝুরি উইকেট। আইসিসি হল অব ফেমে জায়গা করে নেওয়া, পদ্মশ্রী, পদ্মভূষণ সম্মান। সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার।
সব কিছুর উর্ধ্বে, আজ জন্মদিন ভারতীয় ক্রিকেটের স্বপ্নের সওদাগর কপিল দেবের।