কলকাতা : ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে প্রথম ক্রিকেট বিশ্বকাপ (ODI World Cup) জিতেছিল ভারত। এরপর ভারতের ঝুলিতে এসেছে আরও দুটি বিশ্বকাপ। শেষবার ২০১১ সালে ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। তারপর যেন অনন্ত অপেক্ষা। গত এক যুগে আরও দুটি ওডিআই বিশ্বকাপে অংশ নিয়ে ভারত। খেলেছে টি-২০ বিশ্বকাপ। কিন্তু আইসিসি ট্রফির খরা যেন কাটতেই চাইছে না। ২০২৩ সালে প্রথম বার এককভাবে ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ আয়োজন করছে ভারত। আইসিসি ট্রফির খরা কাটানোর সুবর্ণ সুযোগ আয়োজক দলের কাছে। মেগা টুর্নামেন্ট শুরুর ১০০ দিন হাতে রেখে সূচি প্রকাশিত হয়েছে। কিন্তু দেশের প্রথম বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন কপিল দেবের (kapil Dev) মনে ধরেনি এই সূচি। ১০টি ভেনুতে ভারতীয় দলকে যে দীর্ঘ যাত্রার ধকল সহ্য করতে হবে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কপিল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
‘দ্য উইক’-কে দেওয়া সাক্ষাৎকারে কপিল দেব বলেছেন, “ভারতীয় দল ১১টি ম্যাচ খেলবে এবং তাতে ওদের কতটা পথ জার্নি করতে হবে ভেবে দেখুন। এই সূচি কে তৈরি করেছে?” অসামঞ্জস্যপূর্ণ বিশ্বকাপ শিডিউল দেখে ক্ষুব্ধ প্রাক্তন ক্রিকেটার আরও বলেছেন, “প্রথমে ধর্মশালা, সেখান থেকে বেঙ্গালুরু আবার তারপরই কলকাতা যেতে হবে। ওদের ৯টি আলাদা আলাদা জায়গায় গিয়ে খেলতে হবে।” কপিলের মতে, বিসিসিআইয়ের উচিত বিশ্বকাপ চলাকালীন ভারতীয় দলের জন্য চার্টার্ড বিমানের ব্যবস্থা রাখা। এতে যাতায়াতের সুবিধে, সময় বাঁচবে এবং ধকলের মাত্রাও কমবে।
বিশ্বকাপে ভারতীয় দলের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ অক্টোবর। চেন্নাইয়ে ওই ম্যাচটি খেলার পর আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ রয়েছে দিল্লিতে। এরপর আমেদাবাদে রোহিত শর্মারা তৃতীয় ম্যাচ খেলবেন পাকিস্তানের বিরুদ্ধে। এই সবকটি ম্যাচ রয়েছে ৮-১৫ অক্টোবরের মধ্যে। এসব দেখে কপিল দেবের মনে হয়েছে, বিসিসিআইয়ের যা ব্যবস্থাপনা তাতে ভারতীয় দলের সেরা পারফরম্যান্স বের করে আনার জন্য যথেষ্ট নয়। সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি।