Karun Nair: টানা চার ম্যাচে সেঞ্চুরি করুণ নায়ারের, সেমিফাইনালে বিদর্ভ

Jan 12, 2025 | 7:50 PM

Vijay Hazare Trophy 2024-25 Knockout: এ বার বিজয় হাজারে ট্রফিতে টানা চার ম্যাচে সেঞ্চুরি করুণ নায়ারের। সহজেই টুর্নামেন্টের সেমিফাইনালেও জায়গা করে নিয়েছে বিদর্ভ। এর জন্য করুণ নায়ারের পাশাপাশি কৃতিত্ব প্রাপ্য ধ্রুব শোরেরও।

Karun Nair: টানা চার ম্যাচে সেঞ্চুরি করুণ নায়ারের, সেমিফাইনালে বিদর্ভ
Image Credit source: ScreenGrab

Follow Us

ঘরোয়া ওয়ান ডে প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফিতে বিধ্বংসী ফর্মে করুণ নায়ার। টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি রয়েছে। তবে আন্তর্জাতিক কেরিয়ার দীর্ঘস্থায়ী হয়নি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অন্যতম সফল ক্যাপ্টেন। এ বার বিজয় হাজারে ট্রফিতে টানা চার ম্যাচে সেঞ্চুরি করুণ নায়ারের। সহজেই টুর্নামেন্টের সেমিফাইনালেও জায়গা করে নিয়েছে বিদর্ভ। এর জন্য করুণ নায়ারের পাশাপাশি কৃতিত্ব প্রাপ্য ধ্রুব শোরেরও।

বিজয় হাজারে ট্রফিতে রাজস্থানের বিরুদ্ধে আরও একটা বিধ্বংসী ইনিংস করুণ নায়ারের। বিদর্ভকে ২৯২ রানের টার্গেট দিয়েছিল রাজস্থান। এই টার্গেটও ছোট হয়ে দাঁড়ায়। সৌজন্যে করুণ নায়ার ও ধ্রুব শোরে। টানা চার ম্যাচে সেঞ্চুরি বিদর্ভ ক্যাপ্টেন করুণ নায়ারের। সব মিলিয়ে মরসুমের পঞ্চম। বিজয় হাজারে ট্রফিতে এ মরসুমে চোখ ধাঁধানো ৬৬৪ রান করুণ নায়ারের। গত ছয় ইনিংসে মাত্র একবার আউট হয়েছেন। রাজস্থানের বিরুদ্ধে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন। অন্য়দিকে, ধ্রুব শোরে ১১৮ রানে অপরাজিত। মাত্র ১ উইকেট হারিয়েই লক্ষ্যপূরণ বিদর্ভর।

এই খবরটিও পড়ুন

রান তাড়ায় দ্বিতীয় উইকেটে অপরাজিত ডাবল সেঞ্চুরির জুটি করুণ নায়ার ও ধ্রুব শোরে। এর মধ্যে সবচেয়ে বেশি বিধ্বংসী ছিলেন করুণ নায়ার। মাত্র ৮২ বলে ১২২ রান করেন। ১৩টি বাউন্ডারি এবং পাঁচটি ছয় মেরেছেন। রাজস্থান অবশ্য বিশাল টার্গেটই দিতে পারত না। লোয়ার অর্ডারে দীপক চাহারের ক্যামিও বড় স্কোর গড়তে সহযোগিতা করে রাজস্থানকে। ১৬ জানুয়ারি বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে মহারাষ্ট্রর বিরুদ্ধে খেলবে বিদর্ভ।

Next Article