Kavya Maran vs Preity Zinta: উপ্পলের গ্যালারিতে প্রীতি বনাম কাব্যা! কে গোল দিলেন কাকে?

প্রীতির পঞ্জাবকে হারিয়ে উপ্পলে জয়ে ফিরেছে অরেঞ্জ আর্মি। ৮ উইকেটে অভিষেক শর্মাদের জয়ের দিন আলোচনায় দুই দলের মালকিন। সোশ্যাল মিডিয়ায় প্রীতি ও কাব্যার একাধিক ছবি ভাইরাল হয়েছে।

Kavya Maran vs Preity Zinta: উপ্পলের গ্যালারিতে প্রীতি বনাম কাব্যা! কে গোল দিলেন কাকে?
উপ্পলের গ্যালারিতে প্রীতি বনাম কাব্যা! কে গোল দিলেন কাকে?

Apr 13, 2025 | 1:29 PM

কলকাতা: পরপর ৪ ম্যাচ হেরেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ভগ্ন হৃদয় নিয়ে তারপরও দলের প্লেয়ারদের তাতাতে সব ম্যাচেই উপস্থিত থাকার চেষ্টা করেছেন অরেঞ্জ আর্মির মালকিন কাব্যা মারান (Kavya Maran)। অপরদিকে প্রীতি জিন্টাও (Preity Zinta) কম যান না। পঞ্জাব কিংসের ম্যাচ থাকলে স্ট্যান্ডে বলিউডের কুইন প্রীতিকে দেখা যায়। এ বারের আইপিএলেও পঞ্জাব কিংসের একাধিক ম্যাচে হাজির হয়েছেন প্রীতি। শনি-রাতে উপ্পলে মাঠের বাইরে হল আর এক লড়াই। তা প্রীতি বনাম কাব্যা!


প্রীতির পঞ্জাবকে হারিয়ে উপ্পলে জয়ে ফিরেছে অরেঞ্জ আর্মি। ৮ উইকেটে অভিষেক শর্মাদের জয়ের দিন আলোচনায় দুই দলের মালকিন। সোশ্যাল মিডিয়ায় প্রীতি ও কাব্যার একাধিক ছবি ভাইরাল হয়েছে। যা দেখে নেটিজ়েনরা বলাবলি করছেন, উপ্পলের গ্যালারিতে যেন প্রীতি জিন্টা বনাম কাব্যা মারান!

পঞ্জাবের ম্যাচ থাকলে দলের প্লেয়ারদের তাতানোর জন্য মাঠে আসার চেষ্টা করেন প্রীতি। বছরের পর বছর একই ছবি দেখা যায় আইপিএলের সময়। দলের প্লেয়ারদের কাছে প্রীতি অনেকটা দিদির মতো। তাঁদের আবদারে প্রীতি সকলকে পরোটাও বানিয়ে খাইয়েছেন অতীতে। প্রীতির মতো হায়রাবাদের ম্যাচ থাকলে স্ট্যান্ডে দেখা যায় কাব্যাকে। দল জিতলে হাসি উপচে পড়ে কাব্যার মুখে। আর টিম হারলে হতাশা ফুটে ওঠে কাব্যার চোখে-মুখে। এ বার হায়দরাবাদ-পঞ্জাব ম্যাচে তাঁদের দু’জনের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দুই সুন্দরীর মধ্যে কেউ এগিয়ে রেখেছেন প্রীতিকে, আর কারও চোখে কাব্যা সেরা।