AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিশ্বকাপে বড় দায়িত্বে রিচা ঘোষ, ইঙ্গিত ভারতের হেড কোচ অমোল মুজুমদারের

Women's Cricket, Richa Ghosh: হঠাৎই ব্যাটিং অর্ডারের বড় রকমের প্রোমোশন রিচা ঘোষের। অজিদের বিরুদ্ধে প্রথম দু-ম্যাচে তিন নম্বরে নামানো হয় রিচাকে। শুধুই কি পরীক্ষা? একদমই নয়। বরং, এটা পরিকল্পিত সিদ্ধান্ত। রিচার জন্য ওয়ান ডে-তে ব্যাটিং অর্ডারে সেরা পজিশন তিন নম্বর, এমনটাই মনে করেন অমোল মুজুমদার। নতুন ব্যাটিং পজিশনে প্রথম ম্যাচে বড় সাফল্য পাননি। তবে গত ম্যাচে ৯৬ রানের ইনিংস। রিচা ক্রিজে থাকা অবধি ম্যাচ ভারতের নিয়ন্ত্রণেই ছিল।

বিশ্বকাপে বড় দায়িত্বে রিচা ঘোষ, ইঙ্গিত ভারতের হেড কোচ অমোল মুজুমদারের
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 02, 2024 | 9:00 AM

কলকাতা: ভারতীয় দলে রিচা ঘোষের ভূমিকা কী? কিছুদিন আগেও রিচাকে ফিনিশার হিসেবেই ধরা হত। ব্যাটিং করতেন লোয়ার অর্ডারে। দ্রুত রান তোলার জন্যই পরিচিত। ভারতীয় দলের বিধ্বংসী ব্যাটার। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৫ সালে ওয়ান ডে বিশ্বকাপ। সদ্য টেস্ট অভিষেক হয়েছে বাংলার কিপার ব্যাটার রিচা ঘোষের। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে নতুন ভূমিকায় দেখা যায় রিচাকে। ২০২৫ সালের ওয়ান ডে বিশ্বকাপের আগে রিচার দায়িত্ব যে বাড়ছে, ইঙ্গিত হেড কোচ অমোল মুজুমদারের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

হঠাৎই ব্যাটিং অর্ডারের বড় রকমের প্রোমোশন রিচা ঘোষের। অজিদের বিরুদ্ধে প্রথম দু-ম্যাচে তিন নম্বরে নামানো হয় রিচাকে। শুধুই কি পরীক্ষা? একদমই নয়। বরং, এটা পরিকল্পিত সিদ্ধান্ত। রিচার জন্য ওয়ান ডে-তে ব্যাটিং অর্ডারে সেরা পজিশন তিন নম্বর, এমনটাই মনে করেন অমোল মুজুমদার। নতুন ব্যাটিং পজিশনে প্রথম ম্যাচে বড় সাফল্য পাননি। তবে গত ম্যাচে ৯৬ রানের ইনিংস। রিচা ক্রিজে থাকা অবধি ম্যাচ ভারতের নিয়ন্ত্রণেই ছিল। অল্পের জন্য সেঞ্চুরি পূরণ হয়নি। আন্তর্জাতিক কেরিয়ারে তাঁর এটিই সেরা ইনিংস। দেশের মাটিতে প্রথম হাফসেঞ্চুরি। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিটাও হতে পারত। রানের গতি বাড়ানোর তাগিদেই খেই হারান। তবে একটা ইনিংসে বুঝিয়ে দিয়েছেন, দীর্ঘ সময় ক্রিজে কাটানোর দক্ষতা তাঁর রয়েছে।

ওয়ান ডে সিরিজের আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেকেও হাফসেঞ্চুরি করেছিলেন রিচা। ওয়ান ডে-তে ব্যাটিং অর্ডারের প্রোমোশন ওয়ান ডে বিশ্বকাপের কথা ভেবেই। এখন থেকেই রিচাকে এই ভূমিকার জন্য প্রস্তুত করতে চান। অমোল মুজুমদারের কথায়, ‘তিন নম্বরই রিচার জন্য সেরা ব্যাটিং পজিশন। চাপের মুখে ও দুর্দান্ত একটা ইনিংস খেলেছে। ওকে নিয়ে প্রচুর প্রশংসা শুনেছি। কেন এত আলোচনা হত, সেটা প্রমাণ করে দিয়েছে। ওর প্রতিভা সকলের সামনে। ওর জন্য সেরা প্রাপ্তি হত সেঞ্চুরি। তবে দুর্দান্ত ইনিংস।’

রিচাকে তিনে নামানো সাময়িক পরীক্ষা! হমনপ্রীতদের হেড কোচের কথায়, ‘আগেই সিদ্ধান্ত হয়েছিল রিচা তিনে ব্যাট করবে, হরমনপ্রীত চারে এবং পাঁচে জেমাইমা। হরমন অসুস্থ বোধ করায় জেমাইমাকে চারে নামানো হয়। তবে রিচার জন্য তিন নম্বরই ঠিক করা ছিল। আমাদের বিশ্বাস, রিচা টপ অর্ডারে ভালো খেলতে পারে। প্রথম পাওয়ার প্লে-তে ওর শট খেলার দক্ষতা কাজে লাগবে। এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায়, ও তিনেই খেলবে।’ অমোল মুজুমদারের কথায় স্পষ্ট, রিচাকে নিয়ে বড় ভাবনা রয়েছে টিমের।