লন্ডন: ক্রিকেট ছাড়ার পর গলফের স্টিক হাতে অনেক ক্রিকেটারকেই দেখা গেছে। তবে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক একটু অন্য মেজাজে। কনকনে ঠাণ্ডায় তিনি হাতে তুলে নিলেন গলফের স্টিক। সবুজ মাঠের বদলে এখানে যদিও সাদা বরফ। নিজের সোশ্যাল মিডিয়ায় আইস গলফের ভিডিয়ো পোস্ট করেছেন কেভিন। লিখেছেন, “আমি যে কোনও ওয়েদারে গলফ খেলতে পারি।”
I play golf in all weather.
What a stunning morning! ?? pic.twitter.com/IS4xpxdbKm
— Kevin Pietersen? (@KP24) January 24, 2021
পিটারসন বরাবরই গলফ খেলতে পছন্দ করেন। ক্রিকেট কমেন্ট্রির পাশাপাশি সুযোগ পেলেই হাতে তুলে নেন গলফ স্টিক। বরফের মাঝেও সেই অভ্যেস ছাড়লেন না পিটারসন।
আরও পড়ুন: রাজস্থান রয়্যালসে নয়া ভূমিকায় সাঙ্গাকারা
রবিবার কেভিন যখন আইস গলফে ব্যস্ত তখন ব্যাট হাতে পিটারসনকে টপকে গেলেন জো রুট। ইংল্যান্ডের সবথেকে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় পিটারসেনকে পেছনে ফেলে এগিয়ে গেলেন রুট।