Kevin Pietersen: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কোন ব্যাটার সবচেয়ে সফল হবে? বেছে নিলেন কেপি

ICC MEN’S T20 WC 2024: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াড এখনও পুরোপুরি নিশ্চিত নয়। চোটের কারণে অনেকেই মাঠের বাইরে। দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টিতে খেলেননি বিরাট-রোহিতরা। তেমনই ঘরের মাঠে আফগান সিরিজেও অনেকেই ছিলেন না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পারফরম্যান্স দেখেই বিশ্বকাপের স্কোয়াড বেছে নেওয়া হবে। এখনও অবধি যা পরিস্থিতি, নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই। খেলবেন বিরাট কোহলিও।

Kevin Pietersen: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কোন ব্যাটার সবচেয়ে সফল হবে? বেছে নিলেন কেপি
Image Credit source: X
Follow Us:
| Updated on: Jan 31, 2024 | 7:00 AM

কলকাতা: ভারতের মাটিতে চলছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। পাশাপাশি আলোচনা চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আলোচনাও। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিছুদিন আগেই ভারতে হয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত। যদিও ট্রফি আসেনি। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। শেষ বার ২০১৩ সালে আইসিসি টুর্নামেন্ট জিতেছিল ভারত। প্রতিবারই ফেভারিট হিসেবে শুরু করে ভারতীয় দল। ট্রফির সঙ্গে দূরত্ব মেটে না। জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও জোর আলোচনা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হবে এ বারের বিশ্বকাপ। টুর্নামেন্টে ভারতের সবচেয়ে সফল ব্যাটার কে হবেন? ভবিষ্যৎ বাণী করলেন কেভিন পিটারসন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াড এখনও পুরোপুরি নিশ্চিত নয়। চোটের কারণে অনেকেই মাঠের বাইরে। দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টিতে খেলেননি বিরাট-রোহিতরা। তেমনই ঘরের মাঠে আফগান সিরিজেও অনেকেই ছিলেন না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পারফরম্যান্স দেখেই বিশ্বকাপের স্কোয়াড বেছে নেওয়া হবে। এখনও অবধি যা পরিস্থিতি, নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই। খেলবেন বিরাট কোহলিও। টুর্নামেন্টে সেরা পারফর্মার হিসেবে শুভমন গিলকে বেছে নিলেন ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার কেভিন পিটারসন।

ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার পিচ, পরিবেশ, পরিস্থিতির সঙ্গে ভারতের মিল রয়েছে বলেই মনে করেন। সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় একটি সাক্ষাৎকারে কেপি বলেন, ‘যারা আইপিএলে ভালো পারফর্ম করবে, আমার মনে হয় বিশ্বকাপে সাফল্য পাবে তারাই। ভারতের পরিবেশের সঙ্গে মিল থাকবে বিশ্বকাপে। স্পিনাররা সহযোগিতা পাবে। ব্যাটিংয়ের জন্যও দুর্দান্ত পিচ হবে।’

গত বছর স্বপ্নের ফর্মে ছিলেন ভারতের তরুণ ব্যাটার শুভমন গিল। তবে গত কয়েক মাসে তাঁর ফর্ম চিন্তা বাড়ানোর মতোই। টেস্ট টিমে তাঁর জায়গা নিয়ে আশঙ্কা রয়েছে। কেভিন পিটারসন অবশ্য মনে করছেন, গুজরাট টাইটান্স অধিনায়ক আইপিএলে দুরন্ত কামব্যাক করবেন। বিশ্বকাপের সফল ব্যাটার হিসেবেও শুভমনের নামই বলছেন কেপি। বলেন, ‘অবশ্যই শুভমন গিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওই সেরা ব্যাটার হবে।’