Kevin Pietersen on KL Rahul: রাহুলের ব্যাটিং খুব বিরক্তিকর! লাইভ ম্যাচে চরম অপমান ধারাভাষ্যকারের
KL Rahul, IPL 2023: লোকেশ রাহুলের ব্যাটিং দেখে ভড়কে গেলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা ধারাভাষ্যকার কেভিন পিটারসেন।

লখনউ: ফর্ম নিয়ে যুঝছেন গতবছর থেকে। সমালোচনা এখন যেন গা সওয়া হয়ে গিয়েছে লোকেশ রাহুলের। তাঁর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠছে বহুদিন ধরে। আইপিএলেও (IPL 2023) সেই একই দৃশ্য। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক টি-২০ ফরম্যাটেও শুরুটা করছেন বেজায় মন্থর গতিতে। ধীরে ইনিংস শুরু করে তাড়াতাড়ি আউট হয়ে সমালোচনার মুখে পড়ছেন। গত ৬ ম্যাচে রাহুলের রান সংখ্যা ১৯৪। স্ট্রাইক রেট মাত্র ১১৪.৭৯। বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচেও রাহুলের (KL Rahul) মন্থর ব্যাটিং দেখা গিয়েছে। ৩২ বলে করলেন ৩৯ রান। লখনউ ওপেনারের ব্যাটিং দেখে লাইভ ম্যাচেই রাহুলকে ট্রোল করলেন ধারাভাষ্যকার কেভিন পিটারসেন (Kevin Petersen)। তাঁর বক্তব্য অনুযায়ী, পাওয়ার প্লে ওভারে লোকেশ রাহুলের ব্যাটিং বিরক্তির উদ্রেক করে। তাঁকে ব্যাট করতে দেখা সবথেকে বোরিং কাজ! পিটারসেনের এমন মন্তব্যের কারণ কী? তুলে ধরল TV9 Bangla Sports।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বুধবার প্রথমে ব্যাট করতে নামে লখনউ সুপার জায়ান্টস। প্রথম ওভারে স্ট্রাইক নেন লোকেশ রাহুল। বল হাতে ছিলেন ট্রেন্ট বোল্ট। প্রথম ওভারটি মেডেন দেন বোল্ট। ৬টি বলে একটিও রান তুলতে পারেননি সুপার জায়ান্টস ওপেনার। পাওয়ার প্লে ওভারে লখনউয়ের স্কোর ছিল ৩৭ রান। রাহুল তখন ১৯ বলে ১৯ রানে ব্যাটিং করছেন। পাওয়ার প্লে ওভারে এমন মন্থর ব্যাটিং এবং রাহুলের শট সিলেকশন দেখে বিরক্ত ধারাভাষ্যকার। সমালোচনা না করে থাকতে পারেননি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা ধারাভাষ্যকার কেভিন পিটারসেন। তিনি বলেন, “পাওয়ার প্লে ওভারে লোকেশ রাহুলকে ব্যাটিং করতে দেখা এখনও পর্যন্ত আমার সবচেয়ে বিরক্তিকর কাজ।” ৩২ বলে ৩৯ রান করে জেসন হোল্ডারের বলে আউট হন রাহুল। ৩৯ রানের ইনিংসে দু’বার নিশ্চিত আউট হওয়া থেকে বাঁচেন।
“Watching KL Rahul bat in powerplays is the most boring thing I have ever been through,” says Kevin Pietersen.
Do you agree with him? #IPL2O23
— Farid Khan (@_FaridKhan) April 19, 2023
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপের বছরে রাহুলের এই ফর্ম বেশ উদ্বেগজনক। যদিও সমালোচনাকে তিনি পাত্তা দিতে চান না, তা আগেই বুঝিয়ে দিয়েছেন। স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার বিরুদ্ধে আইপিএল শুরু হওয়ার আগে মুখ খুলেছিলেন রাহুল। ১৬তম আইপিলে দলের জার্সি উদ্বোধনে এসে রাহুল বলেন, স্ট্রাইক রেট বিষয়টা অত্যন্ত বাড়াবাড়ি।”
