Kieron Pollard: MLC চ্যাম্পিয়ন হয়ে ব্র্যাভোকে ভিডিয়ো কল পোলার্ডের, কারণ জানলে অবাক হবেন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 31, 2023 | 1:49 PM

MLC 2023: উদ্বোধনী মেজর লিগ ক্রিকেটের ফাইনালে ওয়েন পার্নেলের সিয়াটেল অরকাসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নিকোলাস পুরানের এমআই নিউ ইয়র্ক।

Kieron Pollard: MLC চ্যাম্পিয়ন হয়ে ব্র্যাভোকে ভিডিয়ো কল পোলার্ডের, কারণ জানলে অবাক হবেন
MLC 2023: MLC চ্যাম্পিয়ন হয়ে ব্র্যাভোকে ভিডিয়ো কল পোলার্ডের, কারণ জানলে অবাক হবেন
Image Credit source: Twitter

Follow Us

টেক্সাস: মার্কিন মুলুকের লিগে এমআই ফ্র্যাঞ্চাইজির জয় জয়কার। উদ্বোধনী এমএলসির চ্যাম্পিয়ন হয়েছে এমআই নিউ ইয়র্ক (MI New York)। ভারতীয় সময় অনুসারে, সোমবার সকালে হল মেজর লিগ ক্রিকেটের (Major League Cricket) ফাইনাল। এই ম্যাচে মুখোমুখি হয়েছিল সিয়াটেল অরকাস ও এমআই নিউ ইয়র্ক। ক্যারিবিয়ান সুপারস্টার নিকোলাস পুরানের সেঞ্চুরিতে ভর করে এমএলসির চ্যাম্পিয়ন হল MINY। আর MLC চ্যাম্পিয়ন হয়েই এমআই নিউ ইয়র্কের অধিনায়ক কায়রন পোলার্ড (Kieron Pollard) ভিডিয়ো কল করেন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার ও তাঁর সতীর্থ ডোয়েন ব্র্যাভোকে (Dwayne Bravo)। যে কারণে পোলার্ড ডিজে ব্র্যাভোকে ভিডিয়ো কল করেছিলেন, তা জানলে অবাক হবেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

উদ্বোধনী মেজর লিগ ক্রিকেটের আইপিএলের দুই ফ্র্যাঞ্চাইজি এমআই নিউ ইয়র্ক এবং টেক্সাস সুপার কিংসের সঙ্গে যুক্ত ছিলেন কায়রন পোলার্ড ও ডোয়েন ব্র্যাভো। এ বারের MLC-তে শুধু পোলার্ড আর ব্র্যাভো ২টো টিমেই যুক্ত ছিলেন না, তাঁরা যথাক্রমে এমআই নিউ ইয়র্ক ও টেক্সাস সুপার কিংসের হয়ে খেলেছেনও। পোলার্ড এমআই টিমের ক্যাপ্টেন ছিলেন। ২২ গজের লড়াইয়ের বাইরে কায়রন পোলার্ড ও ডোয়েন ব্র্যাভোর বন্ধুত্ব বেশ নজরকাড়া। দুই ক্যারিবিয়ান কিংবদন্তিকে এ বারের এমএলসির কোয়ালিফায়ারের পর খুনসুটি করতে দেখা গিয়েছিল। ব্র্যাভোর টেক্সাস সুপার কিংসকে হারিয়ে ফাইনালে উঠেছিল এমআই। এ বার ফাইনালের পর মজা করে ব্র্যাভোকে ভিডিয়ো কল করেন পোলার্ড।

আসলে এ বারের এমএলসি জয়ের পর ডিজে ব্র্যাভোর এক রেকর্ড ছুঁয়ে ফেলেছেন পোলার্ড। টি-২০ ক্রিকেটে এই দুই ক্যারিবিয়ান তারকা সব মিলিয়ে মোট ১৬টি ট্রফি জিতলেন। তাই বন্ধুকে ছুঁয়ে ফেলার দিন মজা করেই ব্র্যাভোকে ভিডিয়ো কল করেন পোলার্ড। উল্লেখ্য, মেজর লিগ ক্রিকেটের উদ্বোধনী সংস্করণে এমআইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮৪ রান। নিকোলাস পুরানের ১৩৭ রানের অপরাজিত ইনিংসে ভর করে এমআই নিউ ইয়র্ক ৭ উইকেটে ম্যাচ জিতে MLC চ্যাম্পিয়ন হয়েছে।

Next Article
Team India: ‘আমাদের টাকা আছে, ক্ষমতা আছে, কিন্তু…’, টিম ইন্ডিয়ার পারফরম্যান্স নিয়ে কটাক্ষ প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের
Rusi Cooper: চলে গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার রুসি কুপার