MI New York : আইপিএলে মুম্বইয়ের গুরু পোলার্ড হলেন MLC এ MI New York এর ক্যাপ্টেন
Major League Cricket : ১৬তম আইপিএলে মুম্বইয়ের ব্যাটিং কোচ ছিলেন কায়রন পোলার্ড (Kieron Pollard)। ক্যারিবিয়ান কিংবদন্তি গত বছর আইপিএল থেকে অবসর নিয়েছিলেন। এ বার তাঁর হাতে এমএলসিতে MI এর দায়িত্ব তুলে দেওয়া হল।
মুম্বই : মাস খানেক পর আমেরিকায় শুরু হতে চলেছে নতুন টি-২০ ক্রিকেট লিগ। উদ্বোধনী মেজর লিগ ক্রিকেটে (Major League Cricket) দেখা যাবে আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজিকে। মেজর ক্রিকেট লিগে MI New York নামে খেলতে দেখা যাবে মুম্বইয়ের ফ্র্যাঞ্চাইজিকে। সম্প্রতি মেজর লিগ ক্রিকেটের জন্য এমআই নিউ ইয়র্ক স্কোয়াড ঘোষণা করেছে। ১৬তম আইপিএলে মুম্বইয়ের ব্যাটিং কোচ ছিলেন কায়রন পোলার্ড (Kieron Pollard)। ক্যারিবিয়ান কিংবদন্তি গত বছর আইপিএল থেকে অবসর নিয়েছিলেন। এ বার তাঁর হাতে এমএলসিতে MI এর দায়িত্ব তুলে দেওয়া হল। মেজর লিগ ক্রিকেট এমআই নিউ ইয়র্কের স্কোয়াডে আর কে কে রয়েছেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এমএলসিতে এমআই নিউ ইয়র্ক স্কোয়াডে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের একঝাঁক তারকা। অজি তারকা টিম ডেভিড, জেসন বেহরেনডর্ফ যেমন রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে তেমনই তাঁদের মেজর লিগ ক্রিকেটের জন্য এমআই নিউ ইয়র্ক টিমে নিয়েছে এমআই ফ্র্যাঞ্চাইজি। প্রোটিয়া রাইজিং স্টার ডিওয়াল্ড ব্রেভিসও রয়েছেন এমআই নিউ ইয়র্ক স্কোয়াডে। আফগান তারকা স্পিনার রশিদ খান, প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক নিকোলাস পুরানকেও এমএলসিতে দলে টেনেছে MI। প্রোটিয়া পেস সেনসেশন কাগিসো রাবাডাও আছেন এমআই ফ্র্যাঞ্চাইজিতে।
নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইজে হলেন এমন ক্রিকেটার যিনি একাধিক লিগে এমআইয়ের হয়ে খেলেন। আইপিএলে যদিও এ বার তিনি ছিলেন কেকেআর শিবিরে। তবে এসএ টি-২০-তে তিনি খেলেন এমআই কেপ টাউনের হয়ে। এ ছাড়া এমআই এমিরেটসের হয়েও খেলেন উইজে।
মুম্বই ইন্ডিয়ান্সের মালিক আকাশ এম আম্বানি বলেন, ‘আমরা আসন্ন মেজর লিগ ক্রিকেট মরসুমে এমআই নিউইয়র্ক দল উন্মোচন করতে পেরে রোমাঞ্চিত। পোলার্ড এই দলকে নেতৃত্ব দিচ্ছেন। সঙ্গে রয়েছেন রশিদ খান, নিকোলাস পুরান, ট্রেন্ট বোল্ট এবং কাগিসো রাবাডাও। আমাদের দলে তারুণ্য, অভিজ্ঞতা এবং শক্তির একটি অসাধারণ মিশ্রণ রয়েছে।’
প্রাক্তন প্রোটিয়া ও এমআই ক্রিকেটার এবং এমআই কেপ টাউনের জেনারেল ম্যানেজার রবিন পিটারসন এমএলসিতে মুম্বইয়ের হেড কোচ। শ্রীলঙ্কার ও মুম্বই ইন্ডিয়ান্সের কিংবদন্তি লাসিথ মালিঙ্গা হলেন বোলিং কোচ। জে অরুন কুমার ও জেমস পামমেন্ট যথাক্রমে ব্যাটিং ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন।