IPL 2023 Closing Ceremony: আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে গ্ল্যামারের ছড়াছড়ি, বিনোদনের পসরা নিয়ে আমেদাবাদে থাকছেন কারা?

IPL 2023: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নাচে-গানে পয়সা উসুল ওপেনিং সেরেমনির সাক্ষী থেকেছে ক্রিকেটপ্রেমীরা। এ বার আইপিএলের ফাইনালের দিনও থাকছে বিনোদনের পসরা। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। নাচ করেছিলেন তামান্না ভাটিয়া ও রশ্মিকা মান্ধানা। এ বার আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানেও (IPL Closing Ceremony) থাকছে বিনোদনের ডালি।

IPL 2023 Closing Ceremony: আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে গ্ল্যামারের ছড়াছড়ি, বিনোদনের পসরা নিয়ে আমেদাবাদে থাকছেন কারা?
IPL 2023 Closing Ceremony: আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে গ্ল্যামারের ছড়াছড়ি, বিনোদনের পসরা নিয়ে আমেদাবাদে থাকছেন কারা?

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 27, 2023 | 8:00 AM

আমেদাবাদ : দীর্ঘ ৪ বছর পর এ বারই আইপিএলের (IPL 2023) মঞ্চে ফিরেছিল জমকালো ওপেনিং সেরেমনি (IPL Opening Ceremony)। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নাচে-গানে পয়সা উসুল ওপেনিং সেরেমনির সাক্ষী থেকেছে ক্রিকেটপ্রেমীরা। এ বার আইপিএলের ফাইনালের দিনও থাকছে বিনোদনের পসরা। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। নাচ করেছিলেন তামান্না ভাটিয়া ও রশ্মিকা মান্ধানা। এ বার আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানেও (IPL Closing Ceremony) থাকছে বিনোদনের ডালি। তবে খানিকটা ভিন্ন স্বাদের বিনোদন থাকবে সমাপ্তি অনুষ্ঠানে। কোন তারকারা পারফর্ম করবেন ২৮ এপ্রিল, আইপিএলের ফাইনালে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

৩১ মার্চ এ বারের আইপিএলের ওপেনিং সেরেমনি হয়েছিল ম্যাচের আগে। যে কারণে, উদ্বোধনী ম্যাচের টস খানিকটা দেরি করে হয়েছিল। যদিও তাতে কোনও সমস্যা হয়নি। এ বার বিসিসিআই জানিয়েছে, সমাপ্তি অনুষ্ঠান দু’ভাগে হবে। ২৮ মে ১৬তম আইপিএলের ফাইনালের আগে পারফর্ম করবেন ব়্যাপার কিং ও নিউক্লিয়া। এই অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টা নাগাদ। আইপিএলের টুইটারে এই বিষয়টি জানানো হয়েছে।

একইসঙ্গে এ বারের আইপিএলের ক্লোজিং সেরেমনিতে পারফর্ম করবেন, ডিভাইন ও জোনিতা গান্ধী। আইপিএলের অফিসিয়াল অ্যাকাউন্টের টুইট অনুযায়ী ডিভাইন ও জোনিতা পারফর্ম করবেন ইনিংস বিরতিতে।

ব়্যাপার কিং এর আসল নাম অর্পণ কুমার চান্ডেল। আর অন্যদিকে উদয়ন সাগর পরিচিত ‘নিউক্লিয়া’ নামে। জোনিতা গান্ধী বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও গান করেন। নিউক্লিয়া আসলে ইলেকট্রনিক মিউজিক প্রোডিউসার। ফলে ভিন্ন ভিন্ন গান যে শোনার সুযোগ পাবে আমেদাবাদে ফাইনাল দেখতে আসা দর্শকরা তা বলার অপেক্ষা রাখে না। যদিও বোর্ডের এই গেস্ট লিস্ট ঘোষণা হওয়ার পর থেকে অনেকেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের হতাশা প্রকাশ করেছেন। তাঁদের দাবি, আরও বড় চমকের অপেক্ষায় ছিলেন তাঁরা।