কলকাতা: পরনে শুধু নীল-আকাশি রঙের ছটায় তৈরি বক্সার।অনাবৃত ঊর্ধ্বাঙ্গে নির্মেদ টানটান শরীর স্পষ্ট। ডান হাতের কনুই থেকে কব্জি পর্যন্ত বিশালাকার ট্যাটু। উলকি যেখানে শেষ হয়েছে সেখান থেকে ঝুলছে বড় ব্রেসলেট। দু হাত ছড়িয়ে সুইমিং পুলে জলকেলিতে ব্যস্ত যে ব্যক্তিটি, তিনিই হলেন ২০২৩ আইপিএলের (IPL 2023) অন্যতম তারকা রিঙ্কু সিং! বিরাট কোহলি, লোকেশ রাহুলদের হামেশাই এভাবে পোজ দিতে দেখা যায়। কিন্তু আলিগড়ের ছেলে রিঙ্কুকে বোধহয় এমন রূপে প্রথম দেখলেন অনুরাগীরা। তাই বোধহয় অনেকেই চমকে গেলেন। আইপিএল শেষ হয়েছে দিন চারেকের মতো। কলকাতা নাইট রাইডার্সের অভিযান তো তারও আগে শেষ হয়েছে। আলিগড়ে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে কেকেআরের সিক্সার কিং নিজের সঙ্গে সময় কাটাচ্ছেন। কেকেআর তারকা এখন পুরোপুরি ছুটির মোডে। আইপিএলের পর রিল্যাক্সেশনের জন্য রিঙ্কু (Rinku Singh) এমন জায়গা বেছে নিলেন যেখানে সময় পেলেই ছুটে যান সেলিব্রিটিরা। রিঙ্কুও সেই দলে নাম লেখালেন। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
আইপিএলের জগতে নতুন না হলেও টুর্নামেন্টের ১৬তম সংস্করণ স্মরণীয় হয়ে থাকবে রিঙ্কু সিংয়ের কাছে। পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে কেকেআরকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন। সেই শুরু। টুর্নামেন্ট শেষ করেছেন ৪৭৪ রান নিয়ে। যে এ বারের মরসুমে কেকেআর দলের সর্বাধিক রান। ফিনিশার রিঙ্কুর প্রশংসায় পঞ্চমুখ দেশ বিদেশের নামী ক্রিকেট ব্যক্তিত্বরা। অনুরাগী থেকে ক্রিকেট বিশেষজ্ঞদের বিশ্বাস, জাতীয় দল থেকে রিঙ্কুর ডাক এল বলে। আলিগড়ের ক্রিকেটার অবশ্য সেসব নিয়ে বেশি মাথা ঘামাতে রাজি নন। আইপিএলের পর বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভারতীয় দলে ডাক পাওয়া নিয়ে বেশি ভাবছেন না। কারণ, বেশি ভাবলে খামোখা টেনশনে ভুগবেন। আর যদি ডাক না আসে? মনে আশা রাখতে চান না রিঙ্কু। জাতীয় দলে ডাক এলে আসবে। আপাতত রিঙ্কু কুমার সিং পুরোপুরি ভ্যাকেশন মোডে।
কেকেআর তারকা আইপিএলের পর রিল্যাক্সেশনের জন্য বেছে নিয়েছেন সমুদ্র সৈকত মালদ্বীপকে। দ্বীপের মাঝখানে বিলাসবহুল রিসর্টের সুইমিং পুলে নেমে পড়েছেন রিঙ্কু। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। আলিগড়ের নবাবের শার্টলেস ছবিগুলি রীতিমতো আগুন ঝরাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ভাইরাল। ক্যাপশনে রিঙ্কু অবশ্য আগেই সাবধান করে দিয়েছিলেন অনুরাগীদের। তিনি লিখেছেন, “সাবধান, আপনি আসক্ত হতে পারেন!”