Nitish Rana Wife : নাইট অধিনায়কের স্ত্রীর হেনস্থা কাণ্ডে দিল্লি পুলিশের পদক্ষেপ, গ্রেফতার ২

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 06, 2023 | 11:08 PM

Nitish Rana’s wife Saachi Marwah : নাইট ক্যাপ্টেন নীতীশ রানার স্ত্রী সাচি মারওয়াকে দিল্লিতে হেনস্থা করেছে ২ যুবক। দীর্ঘক্ষণ ধরে ওই ২ যুবক রানার স্ত্রীর গাড়ি ধাওয়া করে। অবশেষে দিল্লি পুলিশ বিষয়টিতে পদক্ষেপ নিল, গ্রেফতার করা হয়েছে ওই দুই যুবককে।

Nitish Rana Wife : নাইট অধিনায়কের স্ত্রীর হেনস্থা কাণ্ডে দিল্লি পুলিশের পদক্ষেপ, গ্রেফতার ২
নাইট অধিনায়কের স্ত্রীর হেনস্থা কাণ্ডে দিল্লি পুলিশের পদক্ষেপ, গ্রেফতার ২

Follow Us

নয়াদিল্লি : অবশেষে নড়েচড়ে বসল দিল্লি পুলিশ (Delhi Police)। খাস রাজধানীতে রাতের বেলায় দুই যুবকের হেনস্থার শিকার হন আইপিএল (KKR) ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানার (Nitish Rana) স্ত্রী সাচি মারওয়া (Saachi Marwah)। কাজ সেরে বাড়ি ফেরার পথে ২ যুবক রানার স্ত্রীর গাড়ি ধাওয়া করেন এবং তাঁরা বার বার তাঁর গাড়িতে ধাক্কা দিতে থাকেন। পুলিশের কাছে সাচি যখন তাঁকে উত্যক্ত করার জন্য দুই যুবকের নামে অভিযোগ জানান, তখন দায়সারা ভাবে দিল্লি পুলিশ তাঁদের ‘ছেড়ে দেওয়ার’ কথা বলেন। নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে পুরো বিষয়টি জানান সাচি। তারপর দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অবশেষে দিল্লি পুলিশ ওই ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

নাইটদের বর্তমান অধিনায়কের স্ত্রী সাচি মারওয়া নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন, তিনি কাজ বাড়ি ফেরার পথে ২ যুবকের হেনস্থার শিকার হয়েছেন। তাঁরা বাইকে করে সাচির গাড়ি ধাওয়া করে। ঘটনাটি ঘটেছে দিল্লির কীর্তি নগরে। সাচি জানান, কিছুক্ষণ তাঁর গাড়ি ধাওয়া করার পর ওই দুই যুবক কোনও কারণ ছাড়াই তাঁর গাড়িতে ধাক্কাও দিয়েছে। সাচি যখন দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করার জন্য যোগাযোগ করেন, তাঁদের পক্ষ থেকে কোনও রকম সাহায্য পাননি তিনি। উল্টে দিল্লি পুলিশ সাচিকে ফোনে জানায়, যেহেতু তিনি নিরাপদে বাড়ি পৌঁছে গিয়েছেন তাই বিষয়টি নিয়ে ভেবে আর কাজ নেই। বরং দিল্লি পুলিশের পক্ষ থেকে সাচিকে জানানো হয় পরের বার এই ধরণের পরিস্থিতির সম্মুখীন হলে তিনি যেন গাড়ির নম্বর নোট করে রাখেন। দিল্লি পুলিশের এই আচরণে সন্তুষ্ট হননি সাচি।

প্রসঙ্গত, ওয়েস্ট দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার ঘনশ্যাম বনসাল জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৮.৩০ মিনিটের দিকে কীর্তি নগর পুলিশ স্টেশনে এই বিষয়ে একটি ইমেল আসে। ছত্তরপুর থেকে কীর্তি নগর এলাকায় সাচি ফেরার সময় ২ যুবক তাঁর গাড়ি আটকান। আজ শনিবার সেই অভিযোগের ভিত্তিতে কীর্তি নগর থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৫৪ডি, ৪২৭ ও ৫০৬ ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্তের সময় ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে। ওই ২ যুবকের মধ্যে একজন পান্ডব নাগের বাসিন্দা চৈতন্য শিবম ও অপরজন প্যাটেল নগরের বাসিন্দা বিবেক। ২জনেরই বয়স ১৮। ২ অভিযুক্তকে তাঁদের বাড়ি থেকে দিল্লি পুলিশ গ্রেফতার করেছে। এই মামলা সংক্রান্ত তদন্ত এখনও চলছে।

Next Article