Ranji Trophy: KKR ছাড়তেই জ্বলে উঠল জগদীশানের ব্যাট, ট্রিপল সেঞ্চুরিতে গড়লেন রেকর্ড

Jan 28, 2024 | 3:38 PM

KKR: দুবাইতে হওয়া আইপিএলের নিলাম থেকে সবচেয়ে বেশি টাকায় মিচেল স্টার্ককে শাহরুখ খানের দল কিনেছে ঠিকই, কিন্তু দলে থাকা হিরের পরখ করতে পারেনি। কথা হচ্ছে তামিলনাড়ুর তারকা ক্রিকেটার নারায়ণ জগদীশানকে (Narayan Jagadeesan) নিয়ে। নাইট জার্সিতে গত আইপিএলে তিনি ৬টি ম্যাচ খেলেছিলেন। তাতে করেছিলেন ৮৯ রান। কেকেআর তাঁর পারফর্ম্যান্সে সন্তুষ্ট না হতে পেরে তাঁকে ছেড়ে দেয়।

Ranji Trophy: KKR ছাড়তেই জ্বলে উঠল জগদীশানের ব্যাট, ট্রিপল সেঞ্চুরিতে গড়লেন রেকর্ড
Ranji Trophy: KKR ছাড়তেই জ্বলে উঠল জগদীশানের ব্যাট, ট্রিপল সেঞ্চুরিতে গড়লেন রেকর্ড
Image Credit source: X

Follow Us

কলকাতা: আইপিএলের (IPL) মিনি নিলামের আগে কেকেআর (KKR) তাঁকে ছেড়ে দিয়েছিল। সেই ক্রিকেটার চলতি রঞ্জি ট্রফিতে দাপট দেখাচ্ছেন। দুবাইতে হওয়া আইপিএলের নিলাম থেকে সবচেয়ে বেশি টাকায় মিচেল স্টার্ককে শাহরুখ খানের দল কিনেছে ঠিকই, কিন্তু দলে থাকা হিরের পরখ করতে পারেনি। কথা হচ্ছে তামিলনাড়ুর তারকা ক্রিকেটার নারায়ণ জগদীশানকে (Narayan Jagadeesan) নিয়ে। নাইট জার্সিতে গত আইপিএলে তিনি ৬টি ম্যাচ খেলেছিলেন। তাতে করেছিলেন ৮৯ রান। কেকেআর তাঁর পারফর্ম্যান্সে সন্তুষ্ট না হতে পেরে তাঁকে ছেড়ে দেয়। সেই উইকেটকিপার-ব্যাটার রঞ্জি ট্রফিতে পর পর দুই ম্যাচে ডাবল সেঞ্চুরি এবং ট্রিপল সেঞ্চুরি করেছেন। এ বার তা হলে মাথায় হাত পড়েছে নাইট টিম ম্যানেজমেন্টের! এমনটা হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

২৮ বছর বয়সী ওপেনার নারায়ণ জগদীশান এ বারের রঞ্জিতে রেলওয়েজের বিরুদ্ধে ২৪৫ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন। তাঁর ব্যাটে সেই ম্যাচে এসেছিল ২৫টি চার এবং ৪টি ছয়। তিনি পেয়েছিলেন ওই ম্যাচের সেরার পুরস্কার। ফলো অন করে সেই ম্যাচ এক ইনিংস ও ১২৯ রানে জিতেছিল তামিলনাড়ু। এরপর চন্ডীগড়ের বিরুদ্ধে তামিলনাড়ুর হয়ে প্রথম ইনিংসে এন জগদীশান করেছেন ৩২১ রান। এই ইনিংসে কেকেআরের প্রাক্তনের ব্যাটে এসেছে ২৩টি চার ও ৫টি ছয়। সেই সঙ্গে তিনি তামিনাড়ুর হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে একটি ইনিংসে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছেন। এন জগদীশান ভেঙেছেব ডব্লিউ ভি রমনের রেকর্ড। তিনি ১৯৮৮ সালে গোয়ার বিরুদ্ধে এক ইনিংসে ৩১৩ রান করেছিলেন। এ বার তাঁকে ছাপিয়ে গেলেন তামিলনাড়ুর উইকেট কিপার ব্যাটার।

ম্যাচের প্রসঙ্গে বলতে গেলে, চন্ডীগড়ের ক্যাপ্টেন মনন ভোরা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথম ইনিংসে ১১১ রানে অলআউট হয় চন্ডীগড়। এরপর প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৬১০ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেন তামিলনাড়ুর ক্যাপ্টেন সাই কিশোর। প্রথম ইনিংসের শেষে ৪৯৯ রানের লিড নেয় তামিলনাড়ু। ফলো অন করে তামিলনাড়ু। দ্বিতীয় ইনিংসে ২০৬ রানে গুটিয়ে যায় চন্ডীগড়। এক ইনিংসে এবং ২৯৩ রানে জিতেছে তামিলনাড়ু।